07-01-2022, 05:08 PM
নোবু বাবু একটা ধুতি আর একটা অত্যন্ত সাধারণ খদ্দরের পাঞ্জাবি পরে বসে আছেন । দেখলে তাকে বাগানের মালি-ই মনে হবে । পিঠ টা তার বেশ কুঁজো সেটা বয়সের ভরে না উচ্ছতার জন্য বিসি তাহা জানে না । চাহুনি তার ঠিক নেকড়ে বাঘের মতো । পুরু গোফ টা নাকের নিচ থেকে নেমে পুরো মুখ জুড়ে , মোচা গোফ ঠিক নয় কিন্তু ভরা গোফ বলা যেতে পারে । বিসি কে দেখেই তার চোখ চিক চিক করে উঠলো । গদি দিয়ে ঢেকে রাখা বৈঠক খানার পুরো মেঝে সবই সাদা রঙের চাদরে মোড়া । আর তারই মাঝখানের একটু জায়গা খালি রাখা যেখানে নিচু পায়ের একটা চায়ের টেবিলে মদ সাজানো দু চার রকমের । কিছু মুখরোচকের প্লেটও বসানো রয়েছে । চাঁদির উপর চুল নেই কিন্তু চারদিকে হালকা কাঁচা পাকা চুল। বয়স ঠাওর করা বিসির কঠিন হয়ে উঠলো । শরীরের গঠন বেশ গাঠালো শক্ত সমর্থ । ভুরি নেই বললেই চলে । পা দুটো বেশ বড়ো সড়ো ।
" মা তোমার নাম কি ?" নোবু বাবু জিজ্ঞাসা করলেন বিসি কে । বিসি উত্তর দেয়া বাঞ্চিত মনে করলো না । চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইলো । রিয়াজ বিসি কে ভিতরে ঢুকিয়ে কিছু কাজে বেরিয়ে গেছে । শ্যামল তাকে প্যাঁচার মতো পাহারা দিচ্ছে । "তুমি ভয় পেও না বোলো মা তোমার কি নাম , আমরা এখানে সব ভালো লোক তোমার কোনো ক্ষতি হবে না !" নোবু বাবু খুব বিনয় আর আদর মাখা গলায় স্বস্তি ঢেলে প্রশ্ন করলো । মা ডাকটা বিসির কাছে সত্যি বিরক্তিকর লাগছে । বিসি নিজেই জানে না সরলা তাকে কি নামে ডাকে, কোনো দিন মাগি ছাড়া ডাকে নি। বেনুই বলেছিলো বিসির নাম দিয়েছে কবিতা । সাত পাঁচ না ভেবে বলে " কবিতা !" নোবু বাবু চোখ বড়ো করে হেঁসে বলে বাহ্ বেশ , ভালো নাম !" তার পরই বিশ্রী একটা ইঙ্গিত করে জিজ্ঞাসা করে " তা কবিতা মা, দুগ্গাবাড়িতে কদ্দিন!" বিসি চুপ করে দাঁড়িয়েই থাকে । উত্তর দেয় না । " উত্তর না পেয়ে মৃদু হেসে নোবু বাবু বলেন " মা বসে পড়ো আর কতক্ষন দাঁড়াবে বোলো !" দাঁড়িয়ে থেকেও বিরক্ত হয়ে গেছে বিসি । তাই চুপ চাপ বসেই পড়ে দরজার এক পাশে । তার পর বিরক্তি নিয়ে নোবু বাবুর দিকে তাকিয়ে বলে " 3 দিন " । নোবু বাবু হাসতে হাসতে বলে " তোমার স্বামী টি বড়ো ভালো মানুষ !"
এবার বিসি সত্যি বিরক্ত হয়ে পড়ে । কে স্বামী কার স্বামী । আসলে নোবু বাবুর কথার ইঙ্গিত ছিল রিয়াজ কেই লক্ষ করে । কথা বলতে তার বিন্দুমাত্র ইচ্ছা হয় না । এমন সময় এক সুন্দরী অতীব সুন্দরী মহিলা কে নিয়ে আসে রিয়াজ । দরজার পাশে বসেই দেখতে পেল বিসি । উফফ রূপ ফেটে পড়ছে । চেহারা মাঝারিই হবে বয়স বেশি নয় 27-28 । গোল মুখ ঠোঁট ছোট্ট , লাল গোলাপের মতো একটু মেদ আছে শরীরে তাই ছোটো শরীরটা খুব মানিয়েছে । কুমারী যে নয় তার পোশাকেই প্রকাশ পায়। বুক বেশ ভারী, শাড়ির উপর থেকেই হালকা লাফিয়ে লাফিয়ে উঠছে হাঁটার তালে তালে । কোমর খুব সরু নয় আবার মোটাও নয় । কিন্তু পাছা সত্যি আকর্ষণীয় । দেখেই বুঝতে পারলো এই নিশ্চয়ই মমতা হবে । কিন্তু তার তো দূর্গা বাড়ি ওঠার কথা ছিল । রিয়াজ তাকে এখানে নিয়ে এসে ফেলেছে ভেবে খুব মনে মনে অস্বস্তি বোধ করলো বিসি ।
রিয়াজের সাথে ঘরে ঢুকে সেই মহিলা প্রশ্ন করে " দাদা আমি আমার বাছা কে খুঁজে পাচ্ছি না , আপনি বললেন আপনি জানেন আমার বাচ্ছা কোথায় , বলুন আমার কোথায় আমার বাবু ! আমি বাড়ি চলে যাবো সন্ধ্যে হয়ে গেছে ।" বিসির সব কিছু বুঝে নিতে কোনো কষ্ট হয় না । অবাক হয়ে তাকিয়ে থাকে মমতার দিকে । মমতা সোজা গিয়ে স্বাভাবিক বিস্বাসে টেবিলের পাশে গিয়ে বসে নোবু বাবুর বিপরীতে । রিয়াজ আশ্বাস দেয় " অরে চিন্তা নেই তোমার বাবু সুস্থ আর ভালো আছে , তুমি একটু বস দেখি ! কোথায় আর যাবে , তোমার তো বাড়িও নেই , থাকো কোনো পাতানো দাদার বাড়িতে তাও একটাই বস্তির ঘর সেখানে তার বৌ তোমাদের প্রত্যেক দিন বার করে দেয় বাড়ি থেকে ! তার চেয়ে আমার এই বাড়িতে কাজ করবে মোটা মেইন দেব আর ছেলে কে কলেজেও দিয়ে দেব , আর এখানে ফ্রি তে থাকতে পারবে । "
বলে থেমে যায় রিয়াজ । স্যামুর দিকে লক্ষ করে বলে রিয়াজ " কিরে শ্যামু তুই সব কিছু বলিস নি বিহারি কে দিয়ে !" বিহারীই মমতার পাতানো দাদা । সব কিছুই যে টপ তা বুঝতে বিসির এতটুকু সময় লাগলো না । কিন্তু সহজ সরল মমতা কে দেখে বিসির খুব কষ্ট হলো ।
" মা তোমার নাম কি ?" নোবু বাবু জিজ্ঞাসা করলেন বিসি কে । বিসি উত্তর দেয়া বাঞ্চিত মনে করলো না । চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইলো । রিয়াজ বিসি কে ভিতরে ঢুকিয়ে কিছু কাজে বেরিয়ে গেছে । শ্যামল তাকে প্যাঁচার মতো পাহারা দিচ্ছে । "তুমি ভয় পেও না বোলো মা তোমার কি নাম , আমরা এখানে সব ভালো লোক তোমার কোনো ক্ষতি হবে না !" নোবু বাবু খুব বিনয় আর আদর মাখা গলায় স্বস্তি ঢেলে প্রশ্ন করলো । মা ডাকটা বিসির কাছে সত্যি বিরক্তিকর লাগছে । বিসি নিজেই জানে না সরলা তাকে কি নামে ডাকে, কোনো দিন মাগি ছাড়া ডাকে নি। বেনুই বলেছিলো বিসির নাম দিয়েছে কবিতা । সাত পাঁচ না ভেবে বলে " কবিতা !" নোবু বাবু চোখ বড়ো করে হেঁসে বলে বাহ্ বেশ , ভালো নাম !" তার পরই বিশ্রী একটা ইঙ্গিত করে জিজ্ঞাসা করে " তা কবিতা মা, দুগ্গাবাড়িতে কদ্দিন!" বিসি চুপ করে দাঁড়িয়েই থাকে । উত্তর দেয় না । " উত্তর না পেয়ে মৃদু হেসে নোবু বাবু বলেন " মা বসে পড়ো আর কতক্ষন দাঁড়াবে বোলো !" দাঁড়িয়ে থেকেও বিরক্ত হয়ে গেছে বিসি । তাই চুপ চাপ বসেই পড়ে দরজার এক পাশে । তার পর বিরক্তি নিয়ে নোবু বাবুর দিকে তাকিয়ে বলে " 3 দিন " । নোবু বাবু হাসতে হাসতে বলে " তোমার স্বামী টি বড়ো ভালো মানুষ !"
এবার বিসি সত্যি বিরক্ত হয়ে পড়ে । কে স্বামী কার স্বামী । আসলে নোবু বাবুর কথার ইঙ্গিত ছিল রিয়াজ কেই লক্ষ করে । কথা বলতে তার বিন্দুমাত্র ইচ্ছা হয় না । এমন সময় এক সুন্দরী অতীব সুন্দরী মহিলা কে নিয়ে আসে রিয়াজ । দরজার পাশে বসেই দেখতে পেল বিসি । উফফ রূপ ফেটে পড়ছে । চেহারা মাঝারিই হবে বয়স বেশি নয় 27-28 । গোল মুখ ঠোঁট ছোট্ট , লাল গোলাপের মতো একটু মেদ আছে শরীরে তাই ছোটো শরীরটা খুব মানিয়েছে । কুমারী যে নয় তার পোশাকেই প্রকাশ পায়। বুক বেশ ভারী, শাড়ির উপর থেকেই হালকা লাফিয়ে লাফিয়ে উঠছে হাঁটার তালে তালে । কোমর খুব সরু নয় আবার মোটাও নয় । কিন্তু পাছা সত্যি আকর্ষণীয় । দেখেই বুঝতে পারলো এই নিশ্চয়ই মমতা হবে । কিন্তু তার তো দূর্গা বাড়ি ওঠার কথা ছিল । রিয়াজ তাকে এখানে নিয়ে এসে ফেলেছে ভেবে খুব মনে মনে অস্বস্তি বোধ করলো বিসি ।
রিয়াজের সাথে ঘরে ঢুকে সেই মহিলা প্রশ্ন করে " দাদা আমি আমার বাছা কে খুঁজে পাচ্ছি না , আপনি বললেন আপনি জানেন আমার বাচ্ছা কোথায় , বলুন আমার কোথায় আমার বাবু ! আমি বাড়ি চলে যাবো সন্ধ্যে হয়ে গেছে ।" বিসির সব কিছু বুঝে নিতে কোনো কষ্ট হয় না । অবাক হয়ে তাকিয়ে থাকে মমতার দিকে । মমতা সোজা গিয়ে স্বাভাবিক বিস্বাসে টেবিলের পাশে গিয়ে বসে নোবু বাবুর বিপরীতে । রিয়াজ আশ্বাস দেয় " অরে চিন্তা নেই তোমার বাবু সুস্থ আর ভালো আছে , তুমি একটু বস দেখি ! কোথায় আর যাবে , তোমার তো বাড়িও নেই , থাকো কোনো পাতানো দাদার বাড়িতে তাও একটাই বস্তির ঘর সেখানে তার বৌ তোমাদের প্রত্যেক দিন বার করে দেয় বাড়ি থেকে ! তার চেয়ে আমার এই বাড়িতে কাজ করবে মোটা মেইন দেব আর ছেলে কে কলেজেও দিয়ে দেব , আর এখানে ফ্রি তে থাকতে পারবে । "
বলে থেমে যায় রিয়াজ । স্যামুর দিকে লক্ষ করে বলে রিয়াজ " কিরে শ্যামু তুই সব কিছু বলিস নি বিহারি কে দিয়ে !" বিহারীই মমতার পাতানো দাদা । সব কিছুই যে টপ তা বুঝতে বিসির এতটুকু সময় লাগলো না । কিন্তু সহজ সরল মমতা কে দেখে বিসির খুব কষ্ট হলো ।