07-01-2022, 01:29 PM
বর্তমান প্রজন্মের মেয়েদের জন্যে খুব ভালো একটা সাবধানী বার্তা দিয়েছেন এই পর্বে। এমনটা তো ঘটে চলেছে অনেক স্থানেই, এই পলাশের মত জানোয়াররা বখে গেছে শুধুমাত্র তাদের ক্ষমতাশালী বাবা চাচা মামার কারণেই যারা কিনা সমাজের অভিশাপ।
এখন থেকেই সুচির বয়সী মেয়েদের সাবধান হয়ে যাওয়া দরকার যে এমন ক্ষমতাশালীদের আইনের আওতায় সহজেই আনা যায়না এবং তারা পার পেয়ে যায়।
সবশেষে আকাশ আর সুচির শুভ পরিণয় দেখে খুবই ভালো লাগলো, আকাশ যে তার চোখের তারার জন্যে একটা দেয়াল হয়ে থাকবে সেটার ইঙ্গিত পাওয়াই যাচ্ছে এখানে, এবং আকাশকে তেমনটা হতেই হবে যে তাদের ভালোবাসার শত্রূকে সহজে কোনো ছাড় দেয়া নয়।
এখন থেকেই সুচির বয়সী মেয়েদের সাবধান হয়ে যাওয়া দরকার যে এমন ক্ষমতাশালীদের আইনের আওতায় সহজেই আনা যায়না এবং তারা পার পেয়ে যায়।
সবশেষে আকাশ আর সুচির শুভ পরিণয় দেখে খুবই ভালো লাগলো, আকাশ যে তার চোখের তারার জন্যে একটা দেয়াল হয়ে থাকবে সেটার ইঙ্গিত পাওয়াই যাচ্ছে এখানে, এবং আকাশকে তেমনটা হতেই হবে যে তাদের ভালোবাসার শত্রূকে সহজে কোনো ছাড় দেয়া নয়।