07-01-2022, 11:57 AM
(07-01-2022, 10:57 AM)Bumba_1 Wrote: বাবা কত্ত বড়োওওওওওও আপডেট .. পড়তে পড়তেই প্রায় এক ঘন্টা লেগে গেলো।
তবে এই পর্বটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে দুটো কারণে .. যেখানে সূচি আকাশের সঙ্গে সেইদিন রাতে পলাশের সাথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনা শেয়ার করছে আর সুচির উপর পলাশের ব্যর্থ হয়ে যাওয়া অ্যাসিড হামলা। ওদের চুম্বন পর্বটিও যথেষ্ট সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো। বাকি কথোপকথন খুব একটা গুরুত্ব পায়নি আমার কাছে।
বিঃ দ্রঃ অত বড় একজন কোম্পানির মালিকের স্ত্রী রাতে এঁটো বাসন নিজে ধোবেন? এবং তাকে তার ছেলে সাহায্য করবে? এই ব্যাপারটা কখনোই গ্রহণযোগ্য লাগেনি। আসলে তুমি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের রোজনামচা আর আকাশের মতো উচ্চবিত্ত পরিবারের দৈনন্দিন কার্যকলাপ গুলিয়ে ফেলছো বলেই এই রূপ হচ্ছে। যারা শুধু তোমার গল্পে সুচি আর আকাশের রোমান্টিক মুহূর্ত পড়তে আসে তাদের এইসব "সাধারণ" ব্যাপার চোখে না পড়লেও, বুম্বা নামের একজন খুঁতখুঁতে মানুষ তোমার এই গল্পের পাঠক এটা ভুলে যেও না। আশা করবো পরেরবার থেকে এইসব খুঁটিনাটি ব্যাপারে নজর দেবে। তাহলে আরো সুন্দর হয়ে উঠবে তোমার গল্প।
হ্যাঁ... এই আপডেটটা 70 পৃষ্ঠার। যেখানে অন্যান্য আপডেট হয় 30-35 পৃষ্ঠার। এটাকে ভাগ করে লেখা উচিত ছিল মনে হচ্ছিল... কিন্তু আর বেশি সময় নষ্ট করা উচিত নয় ভেবে একেবারে লিখলাম।
গল্পটা কিন্তু এখানেই শেষ ছিল। একটি মানুষ আর রাজা দার কথায় আরও তিনটে পর্ব আসবে।
ওই যে বাড়ির কাজ নিয়ে বললেন। ওটা আসলে আমি মাটির মানুষ দেখাতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে ওটা ভুল করেছি। মানে অতিরিক্ত ড্রামা হয়ে গেছে
Sad আজ আমার লেখনীর ধার যদি বেড়ে থাকে তাহলে সেটা আপনার এই খুতখুত স্বভাব আর আমার বাকি সপ্তমহারথীর নিয়মিত কমেন্টের মাধ্যমে হয়েছে
কখনো ভুলবনা
❤❤❤


![[Image: 20220401-214720.png]](https://i.ibb.co/f9q367W/20220401-214720.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)