07-01-2022, 11:03 AM
(06-01-2022, 10:55 PM)Sanjay Sen Wrote: তোমাকে বললেই তুমি রেগে যাবে, বলবে বড় গল্প লেখার ধৈর্য হারিয়ে ফেলেছ। তোমার শারীরিক অবস্থায় অবশ্য সেটাই স্বাভাবিক। কিন্তু তবুও বলবো, এই গল্পটা উপন্যাস না হলেও একটা বড়গল্প demand করে। তাহলে পুরো masterpiece হয়ে যেতো।
না না রাগ করবো কেনো .. তুমি ঠিকই বলেছো, এই গল্পের ভিতরে যে পরিমাণ মালমশলা (বলা ভালো উপাদান) দেওয়া আছে তাতে এটিকে উপন্যাস হিসেবে লেখা হলে যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হতো।
আমি তো শুরু করে দিয়েছি .. শেষটাও একপ্রকার বলে দিয়েছি .. খসড়া তৈরি .. এবার কোনো ইচ্ছুক ব্যক্তি সারাংশটা নিয়ে নিজের মতো করে লিখতেই পারেন, শুধু আমার পক্ষে সম্ভব নয়।