07-01-2022, 10:57 AM
(This post was last modified: 07-01-2022, 11:16 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
বাবা কত্ত বড়োওওওওওও আপডেট .. পড়তে পড়তেই প্রায় এক ঘন্টা লেগে গেলো।
তবে এই পর্বটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে দুটো কারণে .. যেখানে সূচি আকাশের সঙ্গে সেইদিন রাতে পলাশের সাথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনা শেয়ার করছে আর সুচির উপর পলাশের ব্যর্থ হয়ে যাওয়া অ্যাসিড হামলা। ওদের চুম্বন পর্বটিও যথেষ্ট সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো। বাকি কথোপকথন খুব একটা গুরুত্ব পায়নি আমার কাছে।
বিঃ দ্রঃ অত বড় একজন কোম্পানির মালিকের স্ত্রী রাতে এঁটো বাসন নিজে ধোবেন? এবং তাকে তার ছেলে সাহায্য করবে? এই ব্যাপারটা কখনোই গ্রহণযোগ্য লাগেনি। আসলে তুমি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের রোজনামচা আর আকাশের মতো উচ্চবিত্ত পরিবারের দৈনন্দিন কার্যকলাপ গুলিয়ে ফেলছো বলেই এই রূপ হচ্ছে। যারা শুধু তোমার গল্পে সুচি আর আকাশের রোমান্টিক মুহূর্ত পড়তে আসে তাদের এইসব "সাধারণ" ব্যাপার চোখে না পড়লেও, বুম্বা নামের একজন খুঁতখুঁতে মানুষ তোমার এই গল্পের পাঠক এটা ভুলে যেও না। আশা করবো পরেরবার থেকে এইসব খুঁটিনাটি ব্যাপারে নজর দেবে। তাহলে আরো সুন্দর হয়ে উঠবে তোমার গল্প।
তবে এই পর্বটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে দুটো কারণে .. যেখানে সূচি আকাশের সঙ্গে সেইদিন রাতে পলাশের সাথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনা শেয়ার করছে আর সুচির উপর পলাশের ব্যর্থ হয়ে যাওয়া অ্যাসিড হামলা। ওদের চুম্বন পর্বটিও যথেষ্ট সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো। বাকি কথোপকথন খুব একটা গুরুত্ব পায়নি আমার কাছে।
বিঃ দ্রঃ অত বড় একজন কোম্পানির মালিকের স্ত্রী রাতে এঁটো বাসন নিজে ধোবেন? এবং তাকে তার ছেলে সাহায্য করবে? এই ব্যাপারটা কখনোই গ্রহণযোগ্য লাগেনি। আসলে তুমি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের রোজনামচা আর আকাশের মতো উচ্চবিত্ত পরিবারের দৈনন্দিন কার্যকলাপ গুলিয়ে ফেলছো বলেই এই রূপ হচ্ছে। যারা শুধু তোমার গল্পে সুচি আর আকাশের রোমান্টিক মুহূর্ত পড়তে আসে তাদের এইসব "সাধারণ" ব্যাপার চোখে না পড়লেও, বুম্বা নামের একজন খুঁতখুঁতে মানুষ তোমার এই গল্পের পাঠক এটা ভুলে যেও না। আশা করবো পরেরবার থেকে এইসব খুঁটিনাটি ব্যাপারে নজর দেবে। তাহলে আরো সুন্দর হয়ে উঠবে তোমার গল্প।