06-01-2022, 09:45 PM
(06-01-2022, 09:32 PM)Sanjay Sen Wrote: প্রচ্ছদটা দুর্দান্ত - ফটোশপের দ্বারা বোধহয় গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পেছনের University আর train এর একটা হাল্কা অবয়ব ফুটিয়ে তুলেছ।
এই গল্প থেকে পেলাম জীবন যুদ্ধে সংগ্রাম করে খাঁটি সোনা হয়ে ওঠা দুই যুবক যুবতীর পরিণত প্রেম কাহিনী। রোমান্টিক দৃশ্যের বর্ণনাগুলো অপূর্ব ভাবে ফুটিয়ে তুলেছ। পড়তে পড়তে শেষের দিকটায় চোখে জল চলে আসছিল বারবার। রাস্তা কঠিন হলেও আশা করবো ঋদ্ধিমান তার ভালবাসা এবং ভবিষ্যতকে ঠিক খুঁজে নেবে।
আর কিছু বলার নেই - আমার পড়া এই সাইটের এখনো পর্যন্ত শ্রেষ্ঠ প্রেমের ছোটগল্প। জয় হোক তোমার
অজস্র ধন্যবাদ তোমাকে .. এই কমেন্টের কি রিপ্লাই দিই বলো তো! আমার লেখার এরকম প্রশংসা অনেকদিন কেউ করেনি। তোমাদের মতো পাঠকবন্ধু পেলে লেখার ইচ্ছা অনেকটাই বেড়ে যায়। সুস্থ থেকো .. সাবধানে থেকো এবং সর্বোপরি ভালো থেকো।