06-01-2022, 08:35 AM
তুমি তৃষ্ণা হয়ে যাও !
চাতকের মতো আমি
ফটিক জল ফটিক জল
বলে জানাবো আমার তৃষ্ণা !
তুমি মেঘ হয়ে যাও !
ফোঁটা ফোঁটা জলের ধারায়
তৃষ্ণা আমার মেটাও !
তুমি চাইলে নদীও হতে পারো
নিরন্তর তোমার চলার ছন্দে
আমার মনকে মাতাও !
তোমার কুলুকুলু শব্দে
ভাঙ্গুক আমার নীরবতার ঘুম
তোমার মিষ্টি বাণীতে
আমার জীবন সুর সাজাও !
তুমি পাহাড়ও হতে পারো !
তোমার মৌন মোহনতায়
আমার হৃদয় হরিতে পারো !
তোমার চোখের কঠিন তারায়
আমার জীবন সাজাও !
যদি তুমি হয় গভীর সাগর
তোমার নীল চোখের গভীরতায়
আমায় ডুবে যেতে দিও
তোমার উচ্ছল জলধির
প্রবল ঢেউয়ে আমায় ভাসিয়ে নিয়ে যাও
তুমি যাই হও না কেন
আমার প্রেয়সী হয়োনা যেন !
তোমার সকল স্বজিব কে
আমি ধরে রাখতে পারবোনা জেনো !
আমার ভালোবাসা ক্ষণস্থায়ী !
দীর্ঘ চুম্বন আমার জন্য নয় !
তুমি নারী ! অধরা থেকো শুধু আমার জন্য !
Kuntal Kumar Roy
চাতকের মতো আমি
ফটিক জল ফটিক জল
বলে জানাবো আমার তৃষ্ণা !
তুমি মেঘ হয়ে যাও !
ফোঁটা ফোঁটা জলের ধারায়
তৃষ্ণা আমার মেটাও !
তুমি চাইলে নদীও হতে পারো
নিরন্তর তোমার চলার ছন্দে
আমার মনকে মাতাও !
তোমার কুলুকুলু শব্দে
ভাঙ্গুক আমার নীরবতার ঘুম
তোমার মিষ্টি বাণীতে
আমার জীবন সুর সাজাও !
তুমি পাহাড়ও হতে পারো !
তোমার মৌন মোহনতায়
আমার হৃদয় হরিতে পারো !
তোমার চোখের কঠিন তারায়
আমার জীবন সাজাও !
যদি তুমি হয় গভীর সাগর
তোমার নীল চোখের গভীরতায়
আমায় ডুবে যেতে দিও
তোমার উচ্ছল জলধির
প্রবল ঢেউয়ে আমায় ভাসিয়ে নিয়ে যাও
তুমি যাই হও না কেন
আমার প্রেয়সী হয়োনা যেন !
তোমার সকল স্বজিব কে
আমি ধরে রাখতে পারবোনা জেনো !
আমার ভালোবাসা ক্ষণস্থায়ী !
দীর্ঘ চুম্বন আমার জন্য নয় !
তুমি নারী ! অধরা থেকো শুধু আমার জন্য !
Kuntal Kumar Roy