05-01-2022, 10:11 PM
(05-01-2022, 09:39 PM)Jupiter10 Wrote: কাগজের নৌকা পড়লাম। এবারও সেই ছোট বেলার স্মৃতি নিয়ে গল্প। একটা নস্টালজিক ফিল এনে দিল। নব্বইয়ের কিড আমরা ওই সব করেই বড় হয়েছি। আজকাল কার প্রজন্ম তা বুঝবে না।
আর মজাদার "কথোপকথন" তো অসাধারণ। ভয় এবং অন্ধকার কে ব্যালেন্স করে চলছেন। হা হা হা... একটু বিগড়ে গেলেই ব্যস।
অনেক ধন্যবাদ দাদা ❤
আজকালকার বর্তমান প্রজন্ম নিয়ে কি আর বলার.. তবুও তার মধ্যেও কিছু আছে যারা সেই সময়কে, গান, চলচ্চিত্র, সাহিত্য এসবকে সম্মান করে এটাই প্রাপ্তি. এখন জীবনধারা যতই হাইটেক হোক, আগেকার সেই অনুন্নত জীবন অনেক সুখ ও শান্তির ছিল কারণ অনেক কিছু থেকে অজ্ঞ ছিল তারা... সেটা প্লাস পয়েন্ট.
ধন্যবাদ কথোপকথন পড়ার জন্য. হালকা হাসি মানে ওই ডার্ক কমেডি টাইপের এটা ছিল.... ভয় আর ভুত ছাড়া জীবন ভাবা যায় নাকি