05-01-2022, 06:37 PM
(This post was last modified: 05-01-2022, 06:50 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Improvement
)
কথোপকথন - বাবান
আচ্ছা স্যার.... আপনি ভুতে বিশ্বাস করেন?
- আহ হারু.. এই এতো রাতে খোলা মাঠের ধারে এসব কি প্রশ্ন করছো তুমি বলোতো বাপু? তুমি কি ভয় দেখাতে চাইছো নাকি হে?
হারু ঢোক গিলে বললো - নানা সরি স্যার.. আসলে... ওই ওই ফাঁকা রাস্তায় এমন রাতে ওসব আপনাআপনি মাথায় চলে আছে স্যার... আসলে শুনে ছিলুম এই রাতে নাকি তেঁনারা ঘুরে ফিরে বেড়ায় তাই বলছিলাম আরকি?
- হুমম সেতো আমিও শুনেছি.. ফাঁকা রাস্তায় অপেক্ষা করে থাকে.. আর ফাঁকা জায়গায় একা কাউকে পেলেই মট করে ঘর মটকে দেয়. কিন্তু কই? একটাও তো দেখতে পেলুম না আজও....
হারু আবার ঢোক গিলে আমতা আমতা করে জিজ্ঞেস করলো - বলছেন কি স্যার!! আ.... আপনি কি ভু.... ভুত দেখতে চান নাকি?
- অবশ্যই.. আলবাত.. একশোবার.... এই যে এতো ভুত পেত্নী শুনে শুনে কান পচে গেলো.. তা কই হে তারা হুম? কত রাত এক একা ফিরেছি বাড়িতে... একজনেরও দেখা পেলাম নাতো.. এদিকে শুনি এ দেখেছে ও ভয় পেয়েছে.. যত্তসব!
হারু কপালে হাত ঠেকিয়ে - উফফফ দম আছে বটে আপনার স্যার... আমি হলে তো... যাকগে... আজ ভাগ্গিস আপনার দেখা পেলুম.. নইলে কিকরে যে বাকি রাস্তাটা পার করে আসতাম জানিনা স্যার... উফফফফ হটাৎ কিসের ধাক্কায় সাইকেল নিয়ে এমন উল্টিয়ে পরলুম নিচে উফফফ... এখনো মাথাটা ব্যাথা করছে.... উঠে দেখি দূরে একটা আলো... তাইতো সাহস করে এগিয়ে গেলাম.... নইলে হয়তো ওখানেই বসে থাকতুম।
- ভীতুর ডিম তুমি একটা..... মানছি এদিকটা ওতো আলো টালো নেই তা বলে ভয় দিকে আসতেই না.....
- কি করবো স্যার? অন্ধকারে আমার যে বড্ড ভয়.... ছোট থেকেই ওই অন্ধকার আর ভুত এই দুইকে সামলে চলি... আজকেও তো সামলেই আসছিলুম.. হটাৎ পুরো এলাকার কারেন্ট গেলো মায়ের ভোগে আর আমিও ঘাবড়ে গিয়ে সাইকেল চালাতে চালাতে। হতচ্ছাড়া কিসে ধাক্কা খেয়ে যে সাইকেল নিয়ে গিয়ে পড়পুম সোজা ওই নিচে.. আর কিসে যে মাথাটা ঠুকল উফফফফ..... যাকগে স্যার... আমার রাস্তা এসে গেছে.. এবারে চলে যেতে পারবো... আপনি ফিরে যান... এইটুকু আমি একাই চলে যাবো।
হারু বাঁ পাশের রাস্তা ধরে এগোতে লাগল।
রাজেন স্যার বললেন - দাড়াও বাপু... আলোটা একটু ধরি তোমার সামনে... আবার নইলে কিসে ধাক্কা.........
আর কোনো আওয়াজ বেরোলোনা স্যার এর মুখ দিয়ে। টর্চ হাতে চোখ বড়ো বড়ো করে তিনি সামনে তাকিয়ে। আলো গিয়ে পড়েছে হারুর ওপর। কিন্তু আলোটা কেমন যেন হারুকে ভেদ করে সামনে চলে যাচ্ছে আর নিচে হারুর ছায়া কোথায়?
হারু - আপনি ফিরে যান স্যার... সত্যিই বোধহয় ভুত ফুত বলে কিচ্ছু নেই... কি বলেন স্যার.. হিহিহিহি.... যত্তসব গুলগল্প
রাজেন স্যার ঐভাবেই টর্চ ধরে দাঁড়িয়ে. তার মুখ দিয়ে আওয়াজ বেরোলোনা কোনো। শুধু মনে হলো পা দুটো কেমন কাঁপছে।
সমাপ্ত