04-01-2022, 10:12 PM
পাশের বাড়িটাও পুরনো, আর দুই বাড়ির মাঝে সরু একটু ফাঁক। সেটা দিয়েই ঢুকে গেলাম। পিছনেও একই অবস্থা - তবে একটু ডানদিকে এগিয়ে একটা ছোট চৌকো জায়গা একটু ফাঁকা, সেখানে আম-জাম কিছু একটা গাছ উঠেছে। আমি ঘাড় বাঁকিয়ে - যতটা সম্ভব - দেখতে চেষ্টা করতে লাগলাম যে কোন জানালা খোলা আছে কি না।
ঐ তো। একটু ফাঁক দেখতে পাচ্ছি না? ঐ যে বাঁদিক থেকে দুনম্বর জানালাটা?
না, জানালাটা বন্ধ, কিন্তু একটা পাল্লার খড়খড়িটা একটু ফাঁক। কার্ণিশটা সেকালের রীতি অনুযায়ী চওড়া, প্রায় একালের বারান্দার মতোই। একবার উঠতে পারলে অনায়াসে দাঁড়ানো যাবে।
কবে সেই ছেলেবেলায় চড়েছি গাছে, পারব এখনো?
ঐ তো। একটু ফাঁক দেখতে পাচ্ছি না? ঐ যে বাঁদিক থেকে দুনম্বর জানালাটা?
না, জানালাটা বন্ধ, কিন্তু একটা পাল্লার খড়খড়িটা একটু ফাঁক। কার্ণিশটা সেকালের রীতি অনুযায়ী চওড়া, প্রায় একালের বারান্দার মতোই। একবার উঠতে পারলে অনায়াসে দাঁড়ানো যাবে।
কবে সেই ছেলেবেলায় চড়েছি গাছে, পারব এখনো?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)