04-01-2022, 10:47 AM
পুরনো আমলের দালানবাড়ি। সামনের দিকের পুরোটা চওড়া বারান্দা ঢাকা, তিনটে তলাতেই। একতলার বারান্দার একসাইডে কোলাপসিবল গেট, বাকিটা কালো রঙের গ্রীলে ঢাকা, তা আবার ঢাকা মানিপ্ল্যান্টের লতায়-পাতায়। ভারী প্রাইভেট জায়গা।
বারান্দার পাশেই, বাড়ির সাইডের দিকে একটা জানালা, পুরনো স্টাইলের, খড়খড়ি দেওয়া। গেটের পাশের বেলটা না টিপে অনু সেই জানালায় টোকা দিল আস্তে আস্তে। আমি সুযোগ বুঝে পা টিপে টিপে আর একটু এগিয়ে গিয়ে আরেকটা ছায়াপড়া কোনায় গিয়ে দাঁড়ালাম, যাতে বারান্দার ভেতরটা আর পরিষ্কারভাবে দেখা যায়।
বারান্দার ভেতরের দরজাটা খুলল।
একজন বেরিয়ে এল। অনুকে দেখে একটু হেসে, গেট খুললও।
একটি মেয়ে। পরনে নেভি ব্লু নাইটগাউন, স্বাস্থ্যবতী গড়ন (কিন্তু মোটা বলা যায় না), ভারী বুক আর এক ঢাল এলো চুল কোমর ছাপিয়ে পাছা ঢেকে ফেলছে।
হঠাৎ করে আমার পায়ের তলাটা ফাঁকা ফাঁকা লাগলো। এতক্ষণের সব যোশ ফুঁয়ে উড়ে গেলো। দৃষ্টি নেমে এলো মাটির দিকে।
আমি তা হলে মিথ্যে সন্দেহ করছিলাম? অনু তা হলে নির্দোষ? তা হলে আমি… আমি… ছিঃ!
নিজেকে ইঁদুর-ছুঁচোর মত কিছু একটা মনে হতে লাগল আর ইঁদুরের মতই পালাবার ইচ্ছেটাই প্রবল হয়ে উঠলো।
চকাৎ !
যাবার জন্যে পা বাড়াতে গিয়েও হঠাত শব্দটা শুনে থেমে গেলাম। পা ফিরে এলো আগের জায়গায়, দৃষ্টি ফিরে গেল যথাস্থানে। যৌন অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও, এ শব্দ ভুল হবার কথা না।
- “বাব্বাঃ, কি জোরে, সারা পাড়া শুনে ফেলবে যে…”
- “শুনুক গিয়ে, আমার মিষ্টি সখীটাকে একটু আদর করব তাতে কার কী?”
দুজনের খিলখিল হাসি।
মেয়েরা কি নিজেদের মধ্যে এতখানি ভালবাসা প্রকাশ করে? এটা কি স্বাভাবিক?
- “এই আজ কি ভেতরে যাবি না এখানেই খুলতে শুরু করবি!”
দাঁড়াও দাঁড়াও। এটা ডেফিনিটলি অস্বাভাবিক।
দুজনে হাসতে হাসতে ঘরে ঢুকে গেল। দরজা বন্ধ হল সাবধানে, ঠুক। মনে হল যেন আমার মুখের ওপরেই বন্ধ হল।
এ কী করছে অনু?
আমি গেট পর্যন্ত এগিয়ে গেলাম। কলিং বেল-এ আঙ্গুল দিতে যাচ্ছিলাম, কিন্তু সরিয়ে নিলাম।
না, বোধহয় ব্যাপারটা আগে নিজের চোখে দেখাই ভাল। কিন্তু কিভাবে দেখবো? একটু পিছিয়ে এসে বাড়িটার দিকে ভাল করে তাকালাম। পুরনো বাড়ি, তিনতলা। সব দরজা-জানালা বন্ধ। সেটা একটা অন্যতম অস্বাভাবিক ব্যাপার।
বারান্দার পাশেই, বাড়ির সাইডের দিকে একটা জানালা, পুরনো স্টাইলের, খড়খড়ি দেওয়া। গেটের পাশের বেলটা না টিপে অনু সেই জানালায় টোকা দিল আস্তে আস্তে। আমি সুযোগ বুঝে পা টিপে টিপে আর একটু এগিয়ে গিয়ে আরেকটা ছায়াপড়া কোনায় গিয়ে দাঁড়ালাম, যাতে বারান্দার ভেতরটা আর পরিষ্কারভাবে দেখা যায়।
বারান্দার ভেতরের দরজাটা খুলল।
একজন বেরিয়ে এল। অনুকে দেখে একটু হেসে, গেট খুললও।
একটি মেয়ে। পরনে নেভি ব্লু নাইটগাউন, স্বাস্থ্যবতী গড়ন (কিন্তু মোটা বলা যায় না), ভারী বুক আর এক ঢাল এলো চুল কোমর ছাপিয়ে পাছা ঢেকে ফেলছে।
হঠাৎ করে আমার পায়ের তলাটা ফাঁকা ফাঁকা লাগলো। এতক্ষণের সব যোশ ফুঁয়ে উড়ে গেলো। দৃষ্টি নেমে এলো মাটির দিকে।
আমি তা হলে মিথ্যে সন্দেহ করছিলাম? অনু তা হলে নির্দোষ? তা হলে আমি… আমি… ছিঃ!
নিজেকে ইঁদুর-ছুঁচোর মত কিছু একটা মনে হতে লাগল আর ইঁদুরের মতই পালাবার ইচ্ছেটাই প্রবল হয়ে উঠলো।
চকাৎ !
যাবার জন্যে পা বাড়াতে গিয়েও হঠাত শব্দটা শুনে থেমে গেলাম। পা ফিরে এলো আগের জায়গায়, দৃষ্টি ফিরে গেল যথাস্থানে। যৌন অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও, এ শব্দ ভুল হবার কথা না।
- “বাব্বাঃ, কি জোরে, সারা পাড়া শুনে ফেলবে যে…”
- “শুনুক গিয়ে, আমার মিষ্টি সখীটাকে একটু আদর করব তাতে কার কী?”
দুজনের খিলখিল হাসি।
মেয়েরা কি নিজেদের মধ্যে এতখানি ভালবাসা প্রকাশ করে? এটা কি স্বাভাবিক?
- “এই আজ কি ভেতরে যাবি না এখানেই খুলতে শুরু করবি!”
দাঁড়াও দাঁড়াও। এটা ডেফিনিটলি অস্বাভাবিক।
দুজনে হাসতে হাসতে ঘরে ঢুকে গেল। দরজা বন্ধ হল সাবধানে, ঠুক। মনে হল যেন আমার মুখের ওপরেই বন্ধ হল।
এ কী করছে অনু?
আমি গেট পর্যন্ত এগিয়ে গেলাম। কলিং বেল-এ আঙ্গুল দিতে যাচ্ছিলাম, কিন্তু সরিয়ে নিলাম।
না, বোধহয় ব্যাপারটা আগে নিজের চোখে দেখাই ভাল। কিন্তু কিভাবে দেখবো? একটু পিছিয়ে এসে বাড়িটার দিকে ভাল করে তাকালাম। পুরনো বাড়ি, তিনতলা। সব দরজা-জানালা বন্ধ। সেটা একটা অন্যতম অস্বাভাবিক ব্যাপার।