03-01-2022, 12:54 PM
(02-01-2022, 07:15 PM)ddey333 Wrote: সুনন্দাদি হাঁপাচ্ছে। কখনো ওকে আমি এতগুলো কথা একসাথে বলতে শুনিনি। এই টোনে তো কখনই নয়।
- "কিছু একটা কর, দীপু। না হলে তোর লাইফটাও আমার মত নিঃসার হয়ে যাবে। কাছের মানুষদের কখনো এভাবে আলগা ছেড়ে দিতে নেই! তুই কি চাস তোরও ডিভোর্স হয়ে যাক আমার মতো?"
আমি চিরকালই একটু ইমোশনাল ছিলাম। এখনও আমার গলা ধরে এল - একদিনে এতকিছু একসাথে ওভারডোজ হয়ে যাচ্ছে।
"কি করব আমি? কোথায় খুঁজব তার লাভারকে? ওর সাথে কথা বলার চেষ্টা করলে তো হয় আমাকে মাথার ডাক্তার দেখাতে বলবে, না হয় বলবে বেশ করেছি। তার চেয়ে যা হয় হোক, আমার কিচ্ছু জানার দরকার নেই। ত-তোমাকে ফোন করে ভুল করেছি। সরি। বাই।"
- "দীপু শোন, ভাই-"
এবারেও আমিই কেটে দিয়েছি।
চুপচাপ বসে রইলাম কিছুক্ষন। অভিমান করে বললেও, আমার কথাগুলো যুক্তিসঙ্গত। কীভাবে জানব অনুর বন্ধুটি কে? অনুর সাথে কথা বলার সত্যি মানে হয় না। ওর সাথে শেষ কবে স্বাভাবিক ভাবে কথা বলেছি মনে নেই। আর ভবানীপুর তো বিরাট জায়গা, আমি কি দোরে দোরে ফেরিওয়ালার মতো ডাক দিয়ে ঘুরব, বৌ... বৌ... আমার বৌ আছো কোন ঘরে... বৌ... বৌ... কচি বৌ...
এতো দুঃখেও হাসি পেল। হাসতে যাচ্ছি, দরজায় টোকা।
"কাম ইন।"
পিনাকী ঢুকে এল। "স্যার, জেনিংসের রিপোর্টটা।"
- "বাহ, এর মধ্যেই হয়ে গেল?"
- "একচুয়ালি তেমন কিছু খোঁজাখুঁজি করতে হয় নি, স্যার। ঐ ভদ্রলোকের নিজেরই একটা ওয়েবসাইট আছে, সেটা ফলো করতেই সব পেয়ে গেলাম।"
- "তাই, বেশ বেশ - কি বললে?!!"
পিনাকীকে একটু কনফিয়ুজড দেখাল। "বললাম যে প্রোফেসর জেনিংসের ওয়েবসাইটটা ফলো করতেই সব তথ্য বেরিয়ে গেল। ... স্যার? ... আমি এখন যাই?"
- "অ্যাঁ? ও হ্যাঁ, যাও। থ্যাঙ্কস।"
পিনাকী আরো কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে বেরিয়ে গেল।