02-01-2022, 10:00 PM
(02-01-2022, 09:51 PM)Sanjay Sen Wrote:one of your best বুম্বা![]()
এই ফোরামে এর আগে বহু গুণীজনের নাম শুনেছি। কিন্তু এই মুহূর্তে আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, বর্তমানে এই ফোরামে দুজন genius উপস্থিত আছে - একজন হলো multi-talented বাবান - যার লেখা দুপুরবেলা পড়ে এক অন্য জগতে চলে গিয়েছিলাম আর অন্যজন হলো versatile বুম্বা - যার লেখা পড়ে এখনো ভেতরে ভেতরে শিহরিত হচ্ছি।
তবুও বলবো এত সুন্দর গল্পটির প্রতি তুমি justice করোনি। এত তাড়াতাড়ি সমাপ্ত না করে আরো কয়েকটা পর্ব এগিয়ে নিয়ে যেতে পারতে গল্পটিকে।
প্রথমেই জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ

তোমরা বারবার অনুরোধ করো আমাকে বড় গল্প লেখার জন্য। লিখতে যে আমারও মন চায় .. কিন্তু শরীর বড় বালাই .. তোমরা তো ভালো করেই জানো এক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত আমি .. বড় উপন্যাস লেখার জন্য patience টা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আমার .. ডাক্তারদের কথা অনুযায়ী এর মধ্যে কোনো মিরাকেল না ঘটলে টেনেটুনে আর হয়তো বছর দুয়েক আছি তোমাদের মধ্যে .. এর মাঝেই চেষ্টা করবো তোমাদের ভালো ভালো কিছু সৃষ্টি উপহার দেওয়ার, যতদিন লেখার ক্ষমতা থাকে আর কি।