02-01-2022, 09:31 PM
(02-01-2022, 09:14 PM)Baban Wrote: কি দিলে গুরু!!! আমি জানিনা কজন মানবে কিন্তু এটা এই সাইটের একেবারে পারফেক্ট ছোট ভৌতিক লেখা... আমার এই ধরণের টুইস্ট দেওয়া গল্প অসাধারণ লাগে তাছাড়া পটভূমিটাও অসাধারণ সাজিয়েছিলে.... জনিনা বাস্তব থেকে কিছুটা নেওয়া কিনা কিন্তু যাইহোক পুরোটা পড়ে দারুন লাগলো ❤
তবে এই ধরণের গল্প কিন্তু একটা বড়ো গল্প ডিমান্ড করে.. মানে উপন্যাসের কথা বলছিনা.. অন্তত চার পাঁচ পর্বের হলে জমে যেত.
আর অঙ্কনটাও দারুন... এই শেডে অ্যাবস্ট্রাক্ট আর্ট দারুন মানায়. বিশেষ করে white স্ট্রোক গুলো
প্রথমেই জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছো কিছু ঘটনা আমি উপর উপর ছুঁয়ে গিয়েছি। সেগুলি বিস্তারিত ভাবে লিখলে অন্তত তিন থেকে চারটি পর্ব হতে পারতো এই কাহিনীর ক্ষেত্রে। তবে শরীর যে বড় বালাই।
আরেকটা কথা .. তোমার কথা অনুযায়ী এই কাহিনীর প্রথম পর্বের সঙ্গে আমার দেখা সমষ্টিগত কিছু ঘটনার মিল থাকলেও পরের পর্বটি পুরোটাই কল্পনাপ্রসূত।