01-01-2022, 12:10 AM
(31-12-2021, 06:51 PM)Baban Wrote:কিছু কথা - বাবান
দিনগুলো কেটে যায় এক এক করেকখনো আসে দুঃখ, আবার আসে হাসি ভোরেএক এক করে পার হয় দিন মাস বছরবাড়তে থাকে কাজ,দায়িত্ব, ভার মাথার ওপরতবুও সেই দিনগুলো আজও মনে পড়েঘুরতাম এদিক ওদিক বড়োদের পিঠে চড়েকখনো নদীর ধারে, কখনো জঙ্গলেপ্রজাপতি উড়ে বেড়াতো সেথায় দলেপিঠ থেকে নেমে এলাম একদিন মোরাহাঁটতে শিখলাম, শিখলাম কথা বলাআজও পারি হাঁটতে বলতে যে কথাতবুও আড়াল করি কত মনের ব্যাথাথাক সে কথাগুলি গোপন বাক্সতে রাখানতুন বছর হোক খুশির ঘন রঙেতে মাখা#baban
দিনগুলি মোর সোনার খাঁচায় রইলোনা
সেই যে আমার নানারঙের দিনগুলি..........
নতুন 2022 বছরের শুভেচ্ছা আপনাকেও