31-12-2021, 01:26 PM
তাহলে তাদের এক রুপালি পর্দার প্রিয় অভিনেত্রীর নামেই সুচির নামকরণটা করেছিল তখন! আসলে কি বাঙালির মন থেকে ওই চেহারা ভুলানো সম্ভব নয় কখনোই। তবে এখানে গল্পের সূচি একটা tomboy জাতিও যা কিনা পর্দার সুচিত্রা থেকে অনেকটাই ভিন্য, কিন্তু সুচিত্রা সেনেরই একটা চলচিত্র নাম "সপ্তপদী" যেখানে সে উত্তম কুমারের বিপরীতে তার মূল অভিনয় ধারার চেয়ে অনেকটাই ব্যাতিক্রমী অভিনয় করে বখে যাওয়া একজন উশৃঙ্খল মেয়ের চরিত্রে।
আমি তো মনে মনে ভাবছিলাম যে আকাশ সূচি কে বাইকে নিয়ে গানটা গাইতে গাইতে গেলে ভালো হত। https://www.youtube.com/watch?v=kCB90Rsxn4s
তো নতুন বছরে সুচির কিছু বিপদের আভাস পাওয়া যাচ্ছে পুরোহিতের কথা মত। হতে পারে বিপদটা ওই শয়তান চোখওয়ালা যে রাস্তায় দাঁড়িয়ে ছিল তার নিকট হতে অথবা গোধূলির বাবার নিকট হতে, কিংবা দুইজনের মিলিত চক্রান্ত ষড়যন্ত্রেই। সুচিকে অবশ্যই এদিকটাও ভেবে দেখার প্রয়োজন আছে, সেইসাথে প্রয়োজন আছে আকাশ কে সাবধানী হওয়ার কারণ সুচির দায়িত্ব তাকেই নিতে হবে.
আমি তো মনে মনে ভাবছিলাম যে আকাশ সূচি কে বাইকে নিয়ে গানটা গাইতে গাইতে গেলে ভালো হত। https://www.youtube.com/watch?v=kCB90Rsxn4s
তো নতুন বছরে সুচির কিছু বিপদের আভাস পাওয়া যাচ্ছে পুরোহিতের কথা মত। হতে পারে বিপদটা ওই শয়তান চোখওয়ালা যে রাস্তায় দাঁড়িয়ে ছিল তার নিকট হতে অথবা গোধূলির বাবার নিকট হতে, কিংবা দুইজনের মিলিত চক্রান্ত ষড়যন্ত্রেই। সুচিকে অবশ্যই এদিকটাও ভেবে দেখার প্রয়োজন আছে, সেইসাথে প্রয়োজন আছে আকাশ কে সাবধানী হওয়ার কারণ সুচির দায়িত্ব তাকেই নিতে হবে.