31-12-2021, 12:37 PM
আজকের পর্বের শেষের পর্যায়টা যে আসবে সেটা জানতামই, কিন্তু কিভাবে আর কতটা বিপদজনক হয়ে আসবে সেটা তুমি ঠিক করবে. তাই আমি আলাদা করে ভাবিনি আর ভাবতেও চাইনা. তবে একটাই কথা বলবো - এই সম্পূর্ণ উপন্যাসের কয়েকটা এমন পর্ব ছিল যেগুলো সোজা দিল পে চাক্কু!! পাঠকদের বুকে এসে বিঁধেছে, আবার কয়েকটা অতি ড্রামাটিক... আমি মোটেও সেগুলো ছোট করছিনা কারণ কিছু ক্ষেত্রে ফিল্মি ড্রামা আনতেই হয় গল্প এগিয়ে নিয়ে যেতে. ওই যেমন বলেছিলাম প্রয়োজনে গল্পের গরু গাছেও চড়তে পারে.
কিন্তু এই চরম পর্যায়ে এসে গল্পটার মধ্যে আবার বাস্তবিক পটভূমি আর দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনো মানে বলতে চাইছি এই আসন্ন পর্ব গুলিতে এমন কিছু দেখিও না যেটা ওভার ড্রামাটিক, বা সেরম কোনো মুহুর্ত আসলেও তার বাস্তবিক ভাবে লেখার চেষ্টা কোরো.. ওই ফিল্মি ব্যাপারটা যেন কম থাকে. বাকি তুমি কি লিখবে আর কেমন ভাবে লিখবে সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ভাবনা আর কল্পনা.
বছরের শেষ দিনের তোমার এই প্রয়াস সত্যিই সুন্দর ছিল ❤
কিন্তু এই চরম পর্যায়ে এসে গল্পটার মধ্যে আবার বাস্তবিক পটভূমি আর দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনো মানে বলতে চাইছি এই আসন্ন পর্ব গুলিতে এমন কিছু দেখিও না যেটা ওভার ড্রামাটিক, বা সেরম কোনো মুহুর্ত আসলেও তার বাস্তবিক ভাবে লেখার চেষ্টা কোরো.. ওই ফিল্মি ব্যাপারটা যেন কম থাকে. বাকি তুমি কি লিখবে আর কেমন ভাবে লিখবে সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ভাবনা আর কল্পনা.
বছরের শেষ দিনের তোমার এই প্রয়াস সত্যিই সুন্দর ছিল ❤