31-12-2021, 10:47 AM
(31-12-2021, 10:24 AM)Bumba_1 Wrote: এই পর্বে অনেক কিছুই ছিলো .. বেশ ভালো ..
সঞ্জয়বাবুর কথা শুনে মনে হচ্ছে তিনি এরপর আর বিশেষ কিছু করবেন না। তবে জোড়া-ভ্রুর শয়তান পলাশ কিছু একটা করবে বলে মনে হচ্ছে .. সেদিকেই মনে হয় রাধানাথ ঠাকুরের ইঙ্গিত।
কিন্তু মাঝে মাঝে bold letter দিচ্ছো কেন ভাইটু বুঝতে পারছিনা। কাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য মোটা হরফ ব্যবহার করা আবশ্যক নয়।
by the way, সুচিত্রাদের বাড়িতে এবার একটা কাজের লোকের ব্যবস্থা করে দিও। সুচিত্রার বয়স্ক মা'কে তাহলে এই বয়সে ঘরদোর মুছতে হয় না .. বাবা-মেয়ে দুজনেই চাকরি করছে, এতটা খারাপ অবস্থা বোধহয় ওদের নয়। আর নিজের অফিসে নিজের এম.বি.এ ডিগ্রিধারী ছেলেকে পিওনের চাকরি দিয়ে আকাশের বাবা মূর্খামি করেছে, এতে আকাশের কোনো দোষ নেই। একটা এত বড় কোম্পানির মালিকের ছেলে হয়ে নিজের নিজের বায়োডাটা নিয়ে অন্য অফিসে কাজ খুঁজতে যাবে এটা ভাবাটাই হাস্যস্পদ।
আমি সত্যিই ভাবিনি আজকে কেউ পড়বে ... ভেবেছিলাম হয়তো দুই তারিখের পর কমেন্ট পাবো । কমেন্ট পেয়ে অবাক হলাম তাই ওই বাচ্চার অবাক হওয়ার ফটো দিলাম । সাথে খুশি হয়ে রেপুও
Bold করে দেওয়ার ব্যাপারে বলি... এরকম কোন ব্যাপার নয় , আপনি দেখবেন যে আমি সব আপডেটে এটা করিনি বা করিনা। যে আপডেটে এরকম করি সেই আপডেট দেওয়ার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আজকেও উঠেছিলাম। এতো ঠান্ডা হওয়া দিচ্ছিল কি বলবো। তাই সকালে উঠে ওই কারিগরী করছিলাম আর কি, এবার থেকে আর করবো না
কাজের জন্য একজন মহিলা পরের আপডেটেই দিয়ে দেবো ... ওটা মাথাতে আসেনি এতদিন । আর ওই পিওনের কাজটাও পরের আপডেটে খুব সুন্দর ভাবে মেকআপ করে দেবো ... এবার ওটা আদেও সুন্দর হয়েছে কি না সেটা আপনি বলবেন ....
❤❤❤