29-12-2021, 02:07 PM
(This post was last modified: 29-12-2021, 02:08 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-12-2021, 11:04 AM)Bichitravirya Wrote: হ্যাঁ ওটা 155 হবে। ভুল করে 135 হয়ে গেছে ...
আপনার আর মি. বাবান দুজনের কাছেই একটা প্রশ্ন.... আপনাদের নন-ইরোটিক গল্প বা কবিতা গুলো শুধু মাত্র চার জন পড়ে লাইক, রেপু, কমেন্ট করে। প্রশ্নটা হলো তবুও আপনারা এই ধরনের লেখার ইন্সপিরেশন কোথা হতে পান?
❤❤❤
প্রথমতঃ আমার এই সৃষ্টিগুলো শুধুমাত্র এই ফোরামের
জন্যেই মাথা খাটিয়ে কষ্ট করে লেখা হয় না। এখানে পোস্ট করার আগে বেশকিছু ওয়েব পত্রিকাতে প্রকাশিত হয়। এছাড়াও আমার ফেসবুক একাউন্ট তো আছেই।
দ্বিতীয়তঃ গল্প লেখার ক্ষেত্রে মুখের ভাষা আর মননের ভাষা নিয়েই লেখকের ভাষা .. মুখের ভাষা হলো কাজের ভাষা, প্রয়োজনের ভাষা, বেঁচে থাকবার ভাষা। আর মননের ভাষা হলো সৃষ্টির ভাষা, আয়োজনের ভাষা, বাঁচিয়ে রাখবার ভাষা। মুখের ভাষায় ব্যক্ত করে চিন্তার সূত্রকে, তার প্রকৃতিকে, প্রচার করে নিজেকে। আর মননের ভাষায় নির্মাণ করে চিন্তার বোধকে, তার গভীর সৌন্দর্য্যকে, এবং আবিষ্কার করে নিজেকে! অর্থাৎ মুখের ভাষায় আত্মপ্রচার আর মননের ভাষায় আত্মপ্রকাশ।
এই থ্রেডের ক্ষেত্রে লেখক অর্থাৎ আমার মনন কাজ করেছে।