28-12-2021, 06:09 PM
(28-12-2021, 06:05 PM)Sanjay Sen Wrote: জুতো পালিশের এইরকম ঘটনা আমরা অনেকেই হয়তো বাংলা কিংবা হিন্দি সিনেমায় বারকয়েক দেখেছি। তবে তোমার লেখার মধ্যে একটা আলাদা জাদু আছে, তাই সব সময় পড়তে ভালো লাগে।
তবে একটা কথা - এটা তো non-erotic thread , একদম শিশুদের জন্য গল্প লেখার থ্রেড তো নয়। তাই আমার আব্দার বা দাবি যা কিছু বলতে পারো - এবার কিছু বড়দের গল্প লেখো। এই যেমন প্রেমের গল্প বা কোনো গোয়েন্দা গল্প। এইসব ব্যাপারে তো তুমি সিদ্ধহস্ত।
প্লিজ এবার অন্য কিছু ট্রাই করো
ভুল করছো .. শিশুদের জন্য গদ্য বা পদ্য এবং বড়দের জন্য গদ্য বা পদ্য বলে আলাদা করে কিছু নেই এই থ্রেডে। এখানে যা আছে আবাল-বৃদ্ধ-বনিতার উপযুক্ত মনন থাকলে সেগুলি পছন্দ হতে বাধ্য।
তবে তুমি যখন অনুরোধ করেছো, তখন দেখা যাক তোমার কথা মতো সেইসব গল্প লেখা যায় কিনা।