28-12-2021, 06:08 PM
(28-12-2021, 05:58 PM)Bichitravirya Wrote: এই গল্পটা পড়ে একটা ঘটনা মনে পড়ে গেল। ...
আমার এক কলেজ ফ্রেন্ড। সে কিছুদিন বাড়ি বাড়ি খবরের কাগজ ডিলিভারি করতো। মাসের শেষে টাকাও সেই নিয়ে ডিলার কে দিত। তো হয়েছে কি... ধরুন মাসের 30 দিনের পেপারের দাম দিনে 5 টাকা করে হলে 150 টাকা হচ্ছে। তো যে মাসের 31 দিন সেই মাসের 135 টাকা হয়। এক ভদ্দরলোক ওই পাঁচ টাকা দিত না। আমার বন্ধু কি করলো বলুন তো --- ও 31 এ যে মাস হয় সেই অতিরিক্ত দিনের পেপার দেওয়া বন্ধ করে দিল। তারপর থেকে সুড়সুড় করে টাকা দিত অবশ্য সেই কাজ ও ছয় সাত মাসের বেশি করে নি
❤❤❤
তোমার বন্ধুটির এলেম আছে বলতে হবে। যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিৎ .. তবে কাগজের দাম ৫ টাকা করে হলে ৩১ দিনে সম্ভবত ১৩৫ নয় ১৫৫ হবে।