28-12-2021, 01:07 PM
# আমার_বউ_কিছুই_করে_না
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
--- হ্যালো ভাই, আপনি কি করেন?
--- আমি একটা ব্যাংকের ক্যাশ অফিসার।
--- বাহ্! খুব ভালো। তা আপনার স্ত্রী?
--- সে কিছুই করে না। স্রেফ গৃহিণী।
--- তাই নাকি? তা ভাই, সকালে আপনার ফ্যামিলীর জন্য নাস্তা কে
বানান?
--- আমার বউই করে। কারণ সে তো কিছু করে না।
--- ঠিকি তো। আচ্ছা, এখন বলুন তো, তিনি ঘুম থেকে কখন
ওঠেন?
--- সে ভোর পাঁচটায় ওঠে। কারণ নাস্তা বানানোর আগে তাকে
ঘর-দোর পরিস্কার করতে হয়।
--- আপনার বাচ্চাদের কে কলেজে নিয়ে যায়?
--- সে-ই নিয়ে যায়। কারণ, তার তো আর অন্য কোনো কাজ
নেই।
--- হা হা হা.... বেশ বলেছেন। আচ্ছা এখন বলুন তো, বাচ্চাদের
কলেজে দিয়ে তিনি কোথায় যান? কি করেন?
--- বাচ্চাদের কলেজে দিয়ে সে বাজারে যায়, বাসায় ফিরে কাপড়
কাচে, ঘর-মেঝে পরিস্কার করে, রান্না-বান্না করে। এছাড়া তার
তো আর কাজ নেই।
--- বেশ। এবার বলুন- লাঞ্চের পর তিনি কি করেন?
--- তেমন কিছু না। ধোয়া কাপড়-চোপড় ঘরে এনে ইস্ত্রি
করে, ঘর-বিছানা গোছায়, বাচ্চাদের কলেজ থেকে নিয়ে আসে,
খাওয়ায়, টিউটরের জন্য নাস্তা রেডি করে- এইসব টুকিটাকি কাজ আর
কি। এইটুকু না করলে তো শরীর ভারী হয়ে যাবে, অসুখ-বিসুখ
বাসা বাঁধবে।
--- খুবই খাঁটি কথা বলেছেন। আচ্ছা, বিকেল থেকে রাতে
শোয়া পর্যন্ত তিনি আর কি কি করেন?
--- হা হা হা ... ওই যে বললাম - তেমন কিছু না। টুকিটাকি হালকা কাজ।
--- যেমন?
--- এই ধরেন, বিকেলের নাস্তা-চা বানায়, ঘর-আঙ্গিনা ঝাট দেয়,
রাতের জন্য রান্না করে, বাচ্চাদের পড়াতে বসায়, আত্মীয়-
মেহমান এলে তাদের অপ্যায়ন করে, সবাইকে ডিনার করিয়ে
নিজে খায়, এঁটো বাসন-কোসন মাজে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে
নিজে ঘুমায়।
--- বুঝলাম আপনার বউকে তেমন কিছুই করতে হয় না। অনেক
শান্তিতে আছেন তিনি। এবার আপনার রুটিনটা বলুন।
--- আমার তো ভাই মেলা কাজ, মেলা ঝাক্কি-ঝামেলা। সেই সকাল
আটটায় উঠি, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করেই অফিসের দিকে ছুটি।
--- তারপর?
--- সন্ধ্যার আগে আগে বাসায় ফিরি।
--- বাসায় ফিরে কি করেন?
--- সারাদিনের হাজারো কাজে খুব টায়ার্ড হয়ে যাই, তাই ঘন্টা
দুয়েক রেস্ট করি। বউ চা দেয়, চা খেতে খেতে টিভি দেখি,
পেপার পড়ি।
--- তারপর কি করেন?
--- হালকা ড্রেস আপ করে বাজারে বা ক্লাবে যাই। শারীরিক মানসিক
পরিশ্রমে বোরড হয়ে যাই। একটু রিক্রিয়েশন না করলে মাথা ঠিক
থাকে না।
--- বাজারে গিয়ে কি করেন?
--- বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেই, তাস খেলি, চা-কফি, পান-বিড়ি খাই।
--- বাসায় ফেরেন ক’টায়?
--- এই ধরেন.. সাড়ে দশটা - এগারটা।
--- তারপর?
--- তারপর আর কি? খেয়ে-দেয়ে টিভি দেখতে দেখতে
ঘুমিয়ে পড়ি।
--- বাচ্চারা জেগে প্রস্রাব-পায়খানা করতে চাইলে কে ওঠেন?
আপনি না ভাবী?
--- আমার ক্লান্ত শরীর, ঘুম-বিশ্রামের খুব প্রয়োজন। গিন্নী
তো কিছুই করে না, তাই সেই ওঠে। হা হা হা হা!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
--- হ্যালো ভাই, আপনি কি করেন?
--- আমি একটা ব্যাংকের ক্যাশ অফিসার।
--- বাহ্! খুব ভালো। তা আপনার স্ত্রী?
--- সে কিছুই করে না। স্রেফ গৃহিণী।
--- তাই নাকি? তা ভাই, সকালে আপনার ফ্যামিলীর জন্য নাস্তা কে
বানান?
--- আমার বউই করে। কারণ সে তো কিছু করে না।
--- ঠিকি তো। আচ্ছা, এখন বলুন তো, তিনি ঘুম থেকে কখন
ওঠেন?
--- সে ভোর পাঁচটায় ওঠে। কারণ নাস্তা বানানোর আগে তাকে
ঘর-দোর পরিস্কার করতে হয়।
--- আপনার বাচ্চাদের কে কলেজে নিয়ে যায়?
--- সে-ই নিয়ে যায়। কারণ, তার তো আর অন্য কোনো কাজ
নেই।
--- হা হা হা.... বেশ বলেছেন। আচ্ছা এখন বলুন তো, বাচ্চাদের
কলেজে দিয়ে তিনি কোথায় যান? কি করেন?
--- বাচ্চাদের কলেজে দিয়ে সে বাজারে যায়, বাসায় ফিরে কাপড়
কাচে, ঘর-মেঝে পরিস্কার করে, রান্না-বান্না করে। এছাড়া তার
তো আর কাজ নেই।
--- বেশ। এবার বলুন- লাঞ্চের পর তিনি কি করেন?
--- তেমন কিছু না। ধোয়া কাপড়-চোপড় ঘরে এনে ইস্ত্রি
করে, ঘর-বিছানা গোছায়, বাচ্চাদের কলেজ থেকে নিয়ে আসে,
খাওয়ায়, টিউটরের জন্য নাস্তা রেডি করে- এইসব টুকিটাকি কাজ আর
কি। এইটুকু না করলে তো শরীর ভারী হয়ে যাবে, অসুখ-বিসুখ
বাসা বাঁধবে।
--- খুবই খাঁটি কথা বলেছেন। আচ্ছা, বিকেল থেকে রাতে
শোয়া পর্যন্ত তিনি আর কি কি করেন?
--- হা হা হা ... ওই যে বললাম - তেমন কিছু না। টুকিটাকি হালকা কাজ।
--- যেমন?
--- এই ধরেন, বিকেলের নাস্তা-চা বানায়, ঘর-আঙ্গিনা ঝাট দেয়,
রাতের জন্য রান্না করে, বাচ্চাদের পড়াতে বসায়, আত্মীয়-
মেহমান এলে তাদের অপ্যায়ন করে, সবাইকে ডিনার করিয়ে
নিজে খায়, এঁটো বাসন-কোসন মাজে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে
নিজে ঘুমায়।
--- বুঝলাম আপনার বউকে তেমন কিছুই করতে হয় না। অনেক
শান্তিতে আছেন তিনি। এবার আপনার রুটিনটা বলুন।
--- আমার তো ভাই মেলা কাজ, মেলা ঝাক্কি-ঝামেলা। সেই সকাল
আটটায় উঠি, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করেই অফিসের দিকে ছুটি।
--- তারপর?
--- সন্ধ্যার আগে আগে বাসায় ফিরি।
--- বাসায় ফিরে কি করেন?
--- সারাদিনের হাজারো কাজে খুব টায়ার্ড হয়ে যাই, তাই ঘন্টা
দুয়েক রেস্ট করি। বউ চা দেয়, চা খেতে খেতে টিভি দেখি,
পেপার পড়ি।
--- তারপর কি করেন?
--- হালকা ড্রেস আপ করে বাজারে বা ক্লাবে যাই। শারীরিক মানসিক
পরিশ্রমে বোরড হয়ে যাই। একটু রিক্রিয়েশন না করলে মাথা ঠিক
থাকে না।
--- বাজারে গিয়ে কি করেন?
--- বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেই, তাস খেলি, চা-কফি, পান-বিড়ি খাই।
--- বাসায় ফেরেন ক’টায়?
--- এই ধরেন.. সাড়ে দশটা - এগারটা।
--- তারপর?
--- তারপর আর কি? খেয়ে-দেয়ে টিভি দেখতে দেখতে
ঘুমিয়ে পড়ি।
--- বাচ্চারা জেগে প্রস্রাব-পায়খানা করতে চাইলে কে ওঠেন?
আপনি না ভাবী?
--- আমার ক্লান্ত শরীর, ঘুম-বিশ্রামের খুব প্রয়োজন। গিন্নী
তো কিছুই করে না, তাই সেই ওঠে। হা হা হা হা!