27-12-2021, 09:39 PM
(27-12-2021, 07:41 PM)Bichitravirya Wrote:Buzlumগল্প নিয়ে বিশ্লেষণ লেখকের করা উচিত নয়... কিন্তু আমি করছি। কেন করছি সেটা আপনি জানেন
এই গল্পে সুচি আর আকাশ বরাবরই দুটো দুর্বল চরিত্র। বলা যায় একে অপরকে দুর্বল করেছে শুধু। সুচি আকাশকে মানসিকভাবে বাড়তে দেয়নি। আর আকাশ সুচির অনুভূতি গুলোকে নিয়ন্ত্রণে না রাখার কারন হয়েছে।
এইরকমই একটা মূহুর্ত হলো এই বিয়ের প্রেডিক্ট করা এবং দুর্বল হয়ে গিয়ে আকাশের কাছে দৌড়ানো। কিন্তু এখানে একটা কিন্তু আছে। ওই যে বললেন বাড়ি বদলানো আর চাকরি ছাড়ার কথা। ওগুলো ওর মানসিক পরবির্তন দেখাচ্ছে। এমনকি যখন আকাশের ঘরে ঢুকলো তখন দেখে ঢুকলো যে আশেপাশে কেউ আছে কি না। এটাও সেই চরিত্রের পরিবর্তন দেখাচ্ছে। সবশেষে যখন আকাশ হাসলো আর সেই হাসি দেখে সুচির নিজের উপর রাগ হলো এবং নিজের অনুভূতি গুলোকে নিয়ন্ত্রণে না রাখতে পারার কথা সে বুঝলো তখন কিন্তু সে আর আগের মতো আকাশকে চড় মারলো না। এটাও সেই মানসিক পরবির্তন দেখাচ্ছে।
এবার কথা হলো যে পুরোপুরি পরিবর্তন দরকার দুজনের ই। এবার সেটা আস্তে আস্তে করবো নাকি হঠাৎ করে দেবো সেটাই কথা। দেখি এরপর কি করতে পারি।
পরবর্তী আপডেট 31 তারিখ শুক্রবার দেওয়ার চেষ্টা করবো। একটা উপহার হিসাবে।
❤❤❤