27-12-2021, 03:06 PM
(27-12-2021, 02:55 PM)Sanjay Sen Wrote: যেখানে মেয়েটা এত বছর ধরে দুই পরিবারের রেষারেষির জন্য বিয়েটা সম্ভব নয় এটা ভেবে নিজের ভালোবাসাকে বুকের মধ্যে আঁকড়ে রেখে সবার সঙ্গে বিশেষ করে আকাশ এবং তার পরিবারের সঙ্গে একটা দায়সারা হাবভাব দেখিয়ে নিতান্তই বড়দের মতো behave করছিল। এমনকি বাড়ি ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল। সেই মেয়েটাই হঠাৎ করে বিয়ের খবর পেয়ে এরকম বাচ্চাদের মতো ব্যবহার করছে - সেটাই বলতে চেয়েছি।
যাইহোক, মোটের উপর ভালোই লেগেছে।
ওওওও ওটা তো আকাশের সাথে ব্যাক্তিগত মূহুর্ত বলে তেমন রেখেছি... বাকি সময়ে কিন্তু একদম ঠিক ছিল....থাক ওইসব কথা
পরবর্তী আপডেটে হয়তো তেমন কিছু পাবেন না
❤❤❤