27-12-2021, 01:14 PM
(27-12-2021, 12:15 PM)Baban Wrote: আজকের পর্বের শুরুতে যেন কমেন্ট্রি চলছে মনে হলো -
এ এদিক থেকে ছুট্টে এই ঘরে ঢুকছে, ওদিক থেকে কেউ তাকে ফলো করে পেছনে আসছে, আরেকদিকে কেউ একজনকে ঢুকতে দেখে তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে, আরেকজন নতুন প্লেয়ার তৃতীয় চরিত্রকে এগিয়ে যেতে দেখে নিজেও তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে, ওদিকে দ্বিতীয় প্লেয়ার প্রথম প্লেয়ারকে ফলো করে আসতে গিয়েও নতুন প্লেয়ারের তোয়ালে জড়ানো রূপ দেখে আবার ব্যাক করে ফিরে যাচ্ছে
তবে বেশ হালকার ওপর ভালো... কিন্তু এদের ছেলেমানুষি এবার চোখে লাগছে, একবার মনে হয় দুজনেই বড়ো হয়ে গেছে, আবার মনে হয় না না..... এরা এখনো কলেজের ওই ফিল্মি ন্যাকা মার্কা ছাত্র ছাত্রী.... বড়োলোকের বেটা বেটি. অফিসে সবার সামনে প্রপোজ!! ইটা আবার কি গো বাবু.... ইক্কেবারে বাড়াবাড়ি হই গিলো বটে
নানা ইয়ার্কি মারলাম... বেশ ভালো লাগলো ❤
অফিসের সবার সামনে প্রোপজ.... সবার সামনে
পরের আপডেটে হয়তো ষষ্ঠ পর্ব শেষ করে দেবো। আশা করছি ওটা খুব ভালো লাগবে।
❤❤❤