13-05-2019, 10:17 PM
(13-05-2019, 09:44 PM)Senian Wrote: ঈদের আগে আর নতুন করে লিখছিনা৷ আর যেহেতু আমি আগে কিছু গল্প শুরু করেও শেষ করতে পারিনি তাই এবার থেকে গল্পগুলো হবে এক পর্বের অথবা সর্বোচ্চ ২/৩ পর্বের৷ এই গল্পটা শেষ করব, কিন্তু বেশি বড় করবনা৷ বেশি বড় করতে গিয়ে খেই হারিয়ে ফেলি৷ তখন পাঠকও বিরক্ত হয় আমারও উৎসাহ থাকেনা। যাইহোক অন্য একটা প্রসঙ্গে আসা যাক৷ নতুন একটা প্লট মাথায় এসেছে, কিছুটা চুরি করা প্লট বলতে পারেন, অথবা বলতে পারেন অনুপ্রাণিত৷ টপিকটা খুব স্পর্শকাতর! গল্পের পটভূমি হবে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ আর কাহিনী হবে এক পাকসেনা ও এক বাঙালি গৃহবধূর প্রেম, সেক্স বিষয়ক। আমি জানি বাংলাদেশিদের জন্য বিষয়টি খুব সেনসিটিভ৷ আমি পাকিদের ঘৃণা করি মন থেকে, আমার কাছেও বিষয়টি সেনসেটিভ লাগছে৷ কিন্তু মাথায় এল তাই শেয়ার করলাম৷ কারও আপত্তি না থাকলে গল্পটা লিখব৷ আর আপত্তি থাকলে ওটা বাদ৷
কোন প্রয়োজন নাই।