25-12-2021, 11:37 PM
(25-12-2021, 09:46 AM)ddey333 Wrote: আমি গল্পের ঘটনা , অত্যাধিক বিশ্লেষণ ইত্যাদি ... দেবো না ...
কিন্তু লেখা আর লেখকের পারদর্শিতার ব্যাপারে খুব সংক্ষেপে বলতেই পছন্দ করি !!
বাবান তুমি অনেক আগে যাবে ... আরো অনেক .... জানিনা সেদিন এখানে আমি অন্তত থাকবো কিনা !!
আগেও ধন্যবাদ জানিয়েছিলাম, আবারো জানাচ্ছি ❤
এই বিশ্বাস অর্জন করা কম কথা নয় দাদা, তোমাদের/ আপনাদের যে এই আমার প্রতিটা চিন্তা ভাবনার প্রতিফলন রুপী কাহিনী তা বড়ো হোক বা ছোট.. এইভাবে পছন্দ হচ্ছে এটা বিশাল বড়ো কিছু আমার কাছে.
আর থাকবেনা বললে কেন? লেখক না হও পাঠক হয়েই থাকো আমাদের মাঝে ❤ অনেকেই তো না বলে চলে গেলেন.... নিজের কাজ অসমাপ্ত রেখে... আমি খুবই ঘেন্না করি ওই ব্যাপারটা.. হয় শুরুই করবোনা নয়তো শেষ করবো এই নীতিতে বিশ্বাসী আমি. তাই থাকো আমাদের মাঝে এইভাবে ❤