24-12-2021, 10:22 PM
(24-12-2021, 09:49 PM)Bumba_1 Wrote: এখানে বিনুর বাবাকে basically একজন ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার মানুষ হিসেবে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি।
ভদ্রলোকের ধারণা আগের থেকে সমাজ এখন অনেক কঠিন এবং লড়াকু (এটা যদিও বেশিরভাগ মানুষের প্রাক্তন আর বর্তমান সমাজ সম্পর্কে ধারণা - আগে সবকিছু সোজা ছিলো, এখন সবকিছু কঠিন হয়েছে) রূপ ধারণ করেছে। তাই survival of the fittest হওয়ার জন্য লড়তে হবে .. আর লড়তে গেলে ছোটবেলা থেকেই স্বাবলম্বী এবং সাহসী হতে হবে।
তাই সান্টাক্লসের উপহারে লজেন্স, গল্পের বই, ছড়ার বই - এইসব বাদ পড়েছে। ভদ্রলোকের ধারণা এগুলোর সান্নিধ্যে এলে তার ছেলে হয়তো আতুপুতু হয়ে থাকবে চিরকাল .. সেইজন্যই যুগ পরিবর্তনের অজুহাত দিয়ে বন্দুক উপহার।
বেনুর বাবাকে স্যালুট... হয়তো সত্যি এরকম চিন্তাধারার লোক আছে... না থাকলে বরং অবাক হবো
❤❤❤