24-12-2021, 05:26 PM
(24-12-2021, 04:52 PM)Baban Wrote: খুব সুন্দর গল্প... বিশ্বাস ও বাস্তবের মাঝের তফাৎ মাঝে মাঝে চেপে রাখায় আলাদাই আনন্দ লুকিয়ে.
তবে বিনুবাবুর ওপর আমার রাগ হচ্ছিলো খুব..... ওই বাচ্চাগুলোর মা, তারপরে বাচ্চাগুলোর দিকে তাক করতে যাওয়া, বা বেড়ালের দিকে, টিকটিকি..... অবশ্য এতে পুরোপুরি তাকে দোষ দেওয়াও যায়না... ওই উপহারের মান রক্ষা করছিলো সে..... যদিও সেটা প্রাণ রক্ষা করতে ব্যবহার করা উচিত..... তবু ছোট মানুষের মাথায় ওতো কিছু ঢোকেনা. তবু আমার এসব দেখলে মাথা গরম হয়ে যায়... এটা আমার ছোটবেলা থেকেই... জন্তু জানোয়ারের ওপর এমনি এমনি ইয়ার্কি মারার জন্য ব্যাথা দেওয়া দেওয়া, মেরে মজা পাওয়া দেখলে অসহ্য লাগে........ তবু.. স্বয়ং ফেলুদা পর্যন্ত তার ছোটবেলায় এই ভুল করেছে.. তাই বিনুবাবুকে ক্ষমা করাই যায়
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ

বন্দুক ব্যবহার করার উপযুক্ত বয়স হওয়ার আগেই বিনুর বাবা তাকে এই ধ্বংসাত্মক উপহারটি প্রদান করেছে। এর ফলে অপাত্রে কোনো কিছু প্রদান করলে যা হয় তাই হয়েছে .. উপহারটির ভুল ব্যবহার হয়েছে। যাতে পাঠকদের রাগ হয় সেজন্যই তো বিনুর দুষ্কর্মগুলি লিখেছি। অপাত্রে উপহার প্রদানের ফল অবশ্য বিনুর পিতৃদেব হাতেনাতে পেয়ে গিয়েছে।
