24-12-2021, 04:19 PM
(This post was last modified: 24-12-2021, 04:22 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-12-2021, 04:05 PM)Sanjay Sen Wrote: লেখার সঙ্গে তোমার আঁকা ছবিগুলো দারুন significant এবং অবশ্যই সামঞ্জস্য রেখে হয়। লেখার থেকে ছবির ফ্যান হয়ে পড়েছি বেশি।
আজকের গল্পটা খুব ভালো লাগলো। শিশুমন তোমার থেকে ভালো কেউ বোঝে না। by the way এটা কি তোমার ছোটবেলার স্মৃতি?
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমার লেখা এবং অঙ্কনশৈলীকে মর্যাদা দেওয়ার জন্য।
না গো particular এই গল্পটি একদমই আমার ছোটবেলার স্মৃতি নয়। এটা সম্পূর্ণ আমার মস্তিষ্কপ্রসূত। তবে আমার পিতৃদেব এবং মাতৃদেবীর দৌলতে সান্টাক্লসের প্রচুর উপহার পেয়েছি আমার একদম শিশুকাল থেকে ক্লাস ফাইভে পড়া (কারণ ততদিন অন্ধের মতো সান্টাক্লসের অস্তিত্বে বিশ্বাস করতাম) পর্যন্ত। কিন্তু সেগুলো বিনুর বাবার কিনে দেওয়া বন্দুক বা ঐ জাতীয় ধ্বংসাত্মক কিছু নয়। ঝোলানো মোজায় চকলেট এবং লজেন্স পেয়েছি একদম ছোটবেলায়। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম - ছবির বই, ছড়ার বই, ছোটদের গল্পের (কমিকস) বই ইত্যাদি পেয়েছি। আমার জীবনে পাওয়া সবকটা নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদা, টিনটিন, বাঁটুল দি গ্রেট সমগ্র, ফেলুদা সিরিজ, এবং সবশেষে সুপারহিরোদের ইন্দ্রজাল কমিকস - এই সবকিছু হয় আমার জন্মদিনে না হয় ২৪শে ডিসেম্বর রাতে পাওয়া।