23-12-2021, 07:45 PM
(23-12-2021, 07:23 PM)dada_of_india Wrote: উত্তরন !অসাধারণ লেখা আবার ততটাই রূঢ় জঘন্য বাস্তব. সম্পর্ক/ আপনজন যেমন একদিকে সবচেয়ে ভরসার জায়গা, রক্ষাকবচ... তেমনি যদি বন্ধন হালকা হয়ে যায় তার থেকে ভয়ানক আর যেন কিছুই নেই.
মাধবি ভট্টাচার্য !
এক জনের রাগ আরেকজনের ওপর... অন্যায় সহ্য করে অপমানের রাগ আরেকজনের ওপর বার করার রূপ নৃশংস. স্বামীর ওই পৈশাচিক অত্যাচার এক নারীর ভেতরের মাতৃত্ব কে পর্যন্ত নস্ট করে দিয়েছিলো. এক মায়ের কাছে পুত্র বা কন্যার তফাৎ কি? দুই সমান.. সেটাই স্বাভাবিক, কিন্তু সেটাই অস্বাভাবিক হয়ে উঠেছিল ওই মায়ের কাছে... দায়ী ওই স্বামী... হয়তো কোথাও সমাজ আর নিজের ভেতরের বাড়তে থাকা রাক্ষস যা হলো রাগ ঘেন্না.
কিন্তু এই গল্পের আসল পুরুষ ওই বালক..... যে জবাব দিতে জানে. যে শুধু নিজের বাবা, ঠাম্মিকেই নয়... ওই নিজের জন্মদাত্রিণীকেও বুঝিয়ে দিলো, দেখিয়ে দিলো.... সন্তান সন্তানই...... মা শব্দের মূল্য মা নিজে না বুঝুক... যোগ্য সন্তান বোঝে.