22-12-2021, 11:10 PM
(22-12-2021, 10:19 PM)ddey333 Wrote: কিছুই তো লিখি না , সবিই কপি করা ... যদিও প্রচুর সময় লাগে যা আপাতত নেই আমার কাছে
তুমি পড়ো না , কারণ মাথা খারাপ হয়ে যাবে .... নিজের লেখার দিকে মনোযোগ দাও ...
Love You
দুটো আপডেট পড়তে পারলাম... রেপু একটা দিতে পারলাম। কোটা পূরণ হয়ে গেছে।
উপন্যাস টা মনে হচ্ছে সাসপেন্স থ্রিলার জাতীয়। গোয়েন্দা কিংবা রহস্য জাতীয় নয়। যদিও এখনও তেমন আন্দাজ করার বা প্রেডিক্ট করার সময় আসে নি।
সবই কপি করা কথাটা সত্য। কিন্তু কপি না করলে চলবে কি করে? স্বয়ং লেখক তো আর নিজে এসে দিচ্ছে না। তাই এতো সুন্দর সুন্দর গল্প গুলো কাউকে তো কপি করে আনতে হবে। saritt 11 যে কাজ করেন নি সেটা কাউকে তো করতে হবে। আর আপনি যে এই কাজ ভালোবেসে করছেন সেটা অন্য কেউ এইভাবে করবে না। সময় যা আছে তাতেই হবে ।
আমি 11 / 12 বছর বয়স থেকে বই পড়ি। তখন আমি ঠিক মতো বাক্য গঠন করতে পারতাম না। ক্লাস সেভেন এইটেও আমি মনের ভাব প্রকাশ করতে পারতাম না। তারপর বই পড়া শুরু একাকিত্ব কাটাতে। এখন আমি দুটো উপন্যাস লিখছি।
আপনি হয়তো বলতে চেয়েছেন আগে নিজের লেখা তারপর পড়া। এটা তো অবশ্যই। এতো ভালোবাসা পাচ্ছি। ভালোবাসাকে লাথি তো মারতে পারবো না। আগে লিখলাম তারপর পড়লাম।
আর হ্যাঁ... আমার মাথা আগে থেকেই খারাপ ( কত অপ্রয়োজনীয় কথা বললাম দেখলেন)।
❤❤❤