22-12-2021, 10:35 PM
দৌড়ে এসে দরজার পশে দাঁড়ায় সে ! হল ঘর থেকে টলতে টলতে শ্যামু সরলার সাথে খুব জরুরি কিছু কথা বলতে বলতে উঠে আসছে সিঁড়ি দিয়ে । আর তাদের পিছনে সেই ছিপছিপে কম বয়েসী ছেলেটা । হ্যাঁ বয়স 27 বা 28 হবে । হাতের দামি ঘড়িটা দূর থেকেই চকচক করছে । বাইরে থেকে দেখলে কিছু বোঝা যায় না কোনো মানুষ কে , সামনে আসলে তার আসল রূপ চেনা যায় । বেনুর কথাও সে মাথায় রেখেছে । যত দিন মুক্তি নেই, এই নরকের যন্ত্রনা তাকে ভোগ করতেই হবে । দুর্গাবাড়ি থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারে নি , আর প্রতিমা সেই জন্যই খুন হয়েছিল হুল্লা শ্যামলের হাতে ।
ঠান্ডায় বুক টা জমে যায় বিসির । পরনের সাধের পোশাকটা আর পাল্টাতে ইচ্ছা করে নি , অন্তর্বাস তার নেই । এই একটা ভালো চুড়িদারই তার আছে , সে একটা ছোট বাচ্ছার দেখাশুনা করেছিল দিন তিনেক , আর খুশি হয়ে কিনে দিয়েছিলো গ্রামের এক ছোকরা বলাই , তাদের নতুন সন্তান, বিয়েও বেশিদিন হই নি । ঘটনার প্রাসঙ্গিক-এ সে শিউরে ওঠে । আর ঘন্টা খানেক পর সব শেষ হবে যাবে , তার ইচ্ছা অনিচ্ছা , ভালোবাসা, মান অভিমান , কিছু আর তার নিজের থাকবে না । সামান্য কটা কাগজের চাহিদায় কেউ অন্য কাওকে লেলিয়ে দেবে ইজ্জত লুটে নিতে । এই ভাবেই ইজ্জত লুটে লুটে একদিন মিশে যেতে সবে গেটের সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে গুলোর দলে ।তখন আর ইজ্জত লুটে যাওয়ার লজ্জা মনে আসে না , এটা জীবিকায় পরিণত হয় , পরের খদ্দের ধরতে হবে বলে । যাক দুমুঠো খেতে পারবে , সবাই তো রানী হয়ে আসে না বাদী ঝি হয়ে থাকার সুযোগ সে পায় নি । তাদের আরো এগিয়ে আসতে দেখেই বিসি খাটের কোনায় গিয়ে খাটের পায়া আঁকড়ে ধরে অপেক্ষা করতে থাকে প্রহর গুনে গুনে ।
বিসির চোখ হতাশা আর ভয় গ্রাস করে , শরীরে শিহরণ বয়ে যায় অজানা অনুভূতির আশঙ্কায় -
ঘরে ঢুকেই সরলা বিসি কে উদ্দেশ্য করে বললো " দেখ বাপু ভালো করে বলে দিচ্ছি শুনে নে, আমার কত্তা ইনি, খুব ভালো লোক গো , তোকে রাজরানী করে রাখবে, তুই বলেই আমি শ্যামু কে দিয়ে ডেকে পাঠিয়েছি বউনি করবো বলে । আজকের দিনটা মাটি করিস নি মা , এনাকে খুশি করে দে , আমি কথা দিচ্ছি তোকে রাস্তায় দাঁড় করবো না লক্ষি মা । আর যদি আমার কথা না শুনিস তো আমার মরা বাপের দিব্বি দিলুম আজ তোর একদিন কি মাগি আমার একদিন । আমার কথার যেন নড়চড় না হয় । এই বসলুম বাইরে । "
এমন করেই সরলা মেয়েদের সর্বনাশ কে পাহারা দিয়ে এসেছে এতকাল , সে পাহারা ভেঙে মেয়েদের সর্বনাশ বন্ধ হয় নি, আজও এমন সর্বনাশ হয় প্রতি দিন , সুস্থ মনে নারী চেতনার প্রতিবাদ করলেও গোপনে সে অনুভবের বাসনা আমাদের ও জাগে । তাই স্বপনে , সন্তর্পনে আমাদের ও অসহায় কোনো মেয়ের ইজ্জত লুটে নেবার অনুভূতিতে রোমাঞ্চ জাগে সুপ্ত মনে । আমরাও ভাবি যদি আইনের বেড়াজাল না থাকতো আর এ যৌনতার চরম লিপ্সা , ইচ্ছাও পুরুন হয়ে মানুষের ভিড় লেগে যেত এমন অভিজ্ঞতা পাবার আশায় মানুষেরই দরবারে ।
ঠান্ডায় বুক টা জমে যায় বিসির । পরনের সাধের পোশাকটা আর পাল্টাতে ইচ্ছা করে নি , অন্তর্বাস তার নেই । এই একটা ভালো চুড়িদারই তার আছে , সে একটা ছোট বাচ্ছার দেখাশুনা করেছিল দিন তিনেক , আর খুশি হয়ে কিনে দিয়েছিলো গ্রামের এক ছোকরা বলাই , তাদের নতুন সন্তান, বিয়েও বেশিদিন হই নি । ঘটনার প্রাসঙ্গিক-এ সে শিউরে ওঠে । আর ঘন্টা খানেক পর সব শেষ হবে যাবে , তার ইচ্ছা অনিচ্ছা , ভালোবাসা, মান অভিমান , কিছু আর তার নিজের থাকবে না । সামান্য কটা কাগজের চাহিদায় কেউ অন্য কাওকে লেলিয়ে দেবে ইজ্জত লুটে নিতে । এই ভাবেই ইজ্জত লুটে লুটে একদিন মিশে যেতে সবে গেটের সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে গুলোর দলে ।তখন আর ইজ্জত লুটে যাওয়ার লজ্জা মনে আসে না , এটা জীবিকায় পরিণত হয় , পরের খদ্দের ধরতে হবে বলে । যাক দুমুঠো খেতে পারবে , সবাই তো রানী হয়ে আসে না বাদী ঝি হয়ে থাকার সুযোগ সে পায় নি । তাদের আরো এগিয়ে আসতে দেখেই বিসি খাটের কোনায় গিয়ে খাটের পায়া আঁকড়ে ধরে অপেক্ষা করতে থাকে প্রহর গুনে গুনে ।
বিসির চোখ হতাশা আর ভয় গ্রাস করে , শরীরে শিহরণ বয়ে যায় অজানা অনুভূতির আশঙ্কায় -
ঘরে ঢুকেই সরলা বিসি কে উদ্দেশ্য করে বললো " দেখ বাপু ভালো করে বলে দিচ্ছি শুনে নে, আমার কত্তা ইনি, খুব ভালো লোক গো , তোকে রাজরানী করে রাখবে, তুই বলেই আমি শ্যামু কে দিয়ে ডেকে পাঠিয়েছি বউনি করবো বলে । আজকের দিনটা মাটি করিস নি মা , এনাকে খুশি করে দে , আমি কথা দিচ্ছি তোকে রাস্তায় দাঁড় করবো না লক্ষি মা । আর যদি আমার কথা না শুনিস তো আমার মরা বাপের দিব্বি দিলুম আজ তোর একদিন কি মাগি আমার একদিন । আমার কথার যেন নড়চড় না হয় । এই বসলুম বাইরে । "
এমন করেই সরলা মেয়েদের সর্বনাশ কে পাহারা দিয়ে এসেছে এতকাল , সে পাহারা ভেঙে মেয়েদের সর্বনাশ বন্ধ হয় নি, আজও এমন সর্বনাশ হয় প্রতি দিন , সুস্থ মনে নারী চেতনার প্রতিবাদ করলেও গোপনে সে অনুভবের বাসনা আমাদের ও জাগে । তাই স্বপনে , সন্তর্পনে আমাদের ও অসহায় কোনো মেয়ের ইজ্জত লুটে নেবার অনুভূতিতে রোমাঞ্চ জাগে সুপ্ত মনে । আমরাও ভাবি যদি আইনের বেড়াজাল না থাকতো আর এ যৌনতার চরম লিপ্সা , ইচ্ছাও পুরুন হয়ে মানুষের ভিড় লেগে যেত এমন অভিজ্ঞতা পাবার আশায় মানুষেরই দরবারে ।