22-12-2021, 04:35 PM
আমি মৌসুমীর পাশে হাঁটতে হাঁটতেই বললাম, ছোট আপু, তুমি অনেক বদলে গেছো। গানের ক্যাসেট কি আরো একটা বেড় করবে নাকি?
মৌসুমী পার্কে খুশীতে নাচতে নাচতেই বললো, আমি তো চাইনি। বাজারের প্রতিযোগীতা। কি করে সুরাঙ্গনও জেনেছে, আমার গানের ক্যাসেট বেড় হবে। তারাও একটা এপয়ন্টমেন্ট, অডিশন চাইলো। খুবই ভালো লোক ডাইরেক্টর। খুবই ইয়াংগ। জানো, আমাকে ম্যাডাম বলে ডাকে। টেলিফোনে যখন এপয়ন্টমেন্ট চাইলো, তখন কত সাবধান করলো। বললো, ম্যাডাম, একা আসবেন না। আপনি এখন নামী দামী শিল্পী। পথে বিপদ হতে পারে। আপনার জন্যে পার্সোনাল সেক্রেটারী নিয়োগ করেছি। সেই আপনাকে গাড়ীতে করে নিয়ে আসবে। এগারোটায় নিয়ে আসবে, তিনটায় পৌঁছে দেবে। দুপুরের লাঞ্চ ফ্রী। সাইনিং মাণি পঞ্চাশ হাজার টাকা। ব্যাংক একাউন্ট বলুন, টাকা এক্ষুণি পে করে দিচ্ছি। আরো কত কি? আমার এত সমাদর ভালো লাগে না। আমি একটা মেয়ে হলাম নাকি? আমার আবার কিসের বিপদ? আমি না করে দিলাম। বললাম, হেঁটেই যাবো।
আমি বললাম, ছোট আপু, তোমাকে সব সময় যতটা বুদ্ধিমতী ভাবতাম, তুমি আসলে ততটা নও।
আমার কথা শুনে মৌসুমী ধপাস করেই পাশের বেঞ্চিটাতে বসলো। বললো, কেনো, আমি আবার বোকামীর কি করলাম?
আমি বললাম, খুকী আমাকে বোকা বানাতে চায়নি। বোধ হয় টেলিফোনের সব আলাপ শুনেছিলো।
মৌসুমী খিল খিল করেই হাসলো, তার গেঁজো দাঁত বেড় করে। তারপর বললো, একটা পাজী মেয়ে, আঁড়ি পেতে সবার কথা শুনে।
আমি বললাম, খুকীকে তুমি যতই অপছন্দ করো না কেনো, খুকী তোমার ভালো চায় বলেই বুদ্ধি করে আমাকে পাঠিয়েছে।
মৌসুমী অবাক হয়েই বললো, বুদ্ধি? এটাতে বুদ্ধির কি হলো?
আমি বললাম, একটু ওদিকে তাঁকাও। লোকগুলোকে তোমার কেমন মনে হচ্ছে?
মৌসুমী উঁকি দিয়ে তাঁকিয়ে বললো, কোন লোকগুলো? কেমন মনে হবে আবার?
আমি বললাম, লোকগুলোকে আমি সুরাঙ্গনের আশেপাশেই ঘুরাফেরা করতে দেখেছি। ওরা এখন আমাদেরকে আনুসরণ করছে। আমাদের মানে তোমাকে। তুমি নিজেকে যতই সামান্য বাবো না কেনো, বাজারে তোমার ক্যাসেট বেড় হতে যাচ্ছে। আর কিছু না হলেও তুমি একজন শিল্পী। তোমার কাছে অনেক টাকা থাকতে পারে, তা সবার ধারনা। আর ওই সুরাঙ্গন একটা ভুয়া প্রতিষ্ঠানও হতে পারে। তোমাকে যে ব্ল্যাকমেইল করছে না তারও নিশ্চয়তা কি?
মৌসুমী বললো, ধ্যাৎ, ওসব কিছু না। চলো, বাড়ী ফিরে যাই।
মৌসুমী উঠে দাঁড়ালো। আমিও বাড়ীর পথে রওনা হলাম। মৌসুমী চোখ টিপে ইশারা করে বললো, এদিকে না। ওদিকটায় ঘুরে চলো।
মৌসুমীর ইশারার কারন আমি বুঝলাম। কারন, লোকগুলো আমাদের অনুসরন করার জন্যেই প্রস্তুতি নিচ্ছিলো। কিছুদূর এগিয়ে মৌসুমী বললো, খোকা তোমাকে ধন্যবাদ। খুকীকেও। আসলে তোমাকে মিথ্যে বলেছি। সুরাঙ্গন এর ডাইরেক্টরকে আমারও বিশ্বাস হয়নি। ঠিক কথায় বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। বিশ্বাস হয়নি বলেই গাড়ী পাঠাতে নিষেধ করেছিলাম। কারন, আমারও সন্দেহ হয়েছিলো, গাড়ীতে করে যদি আমাকে এমন কোথাও নিয়ে যেতো, যেখান থেকে বাঁচার কোন পথ যদি না থাকে? তাই পায়ে হেঁটে যাবো বলেছিলাম। তারপরও আমাকে বোকা বলবে?
আমি বললাম, স্যরি। তবে, খুকী যদি বুদ্ধি করে আমাকে না পাঠাতো, তাহলে কিন্তু তোমার মস্ত একটা বিপদের সম্ভাবনা ছিলো।
মৌসুমী ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। বললো, না খোকা, খুকীকে আমার খুবই পছন্দ। পছন্দ না হলে কি ওকে আমি নিজেই ফিরিয়ে আনতাম?
আমি পেছন ফিরে একবার তাঁকালাম। দেখলাম, গুণ্ডা মার্কা লোকগুলো আন্যত্রই ফিরে যেতে থাকলো। আমি বললাম, তোমাকে একটা আনুরোধ করবো ছোট আপু।
মৌসুমী বললো, কি?
আমি বললাম, নিজেকে আর কালো ভেবে নেগলেক্ট করবে না। তোমার এখন অনেক দাম।
মৌসুমীর হঠাৎই কি হলো বুঝলাম না। থেমে দাঁড়িয়ে, আমার গাল দুটি চেপে ধরে প্রচণ্ড একটা চুমু উপহার দিলো। তারপর বললো, বাড়ী ফিরে আরো পাবে। চলো।
মৌসুমী আমার হাতটা ধরেই হাঁটতে থাকলো।
মৌসুমী পার্কে খুশীতে নাচতে নাচতেই বললো, আমি তো চাইনি। বাজারের প্রতিযোগীতা। কি করে সুরাঙ্গনও জেনেছে, আমার গানের ক্যাসেট বেড় হবে। তারাও একটা এপয়ন্টমেন্ট, অডিশন চাইলো। খুবই ভালো লোক ডাইরেক্টর। খুবই ইয়াংগ। জানো, আমাকে ম্যাডাম বলে ডাকে। টেলিফোনে যখন এপয়ন্টমেন্ট চাইলো, তখন কত সাবধান করলো। বললো, ম্যাডাম, একা আসবেন না। আপনি এখন নামী দামী শিল্পী। পথে বিপদ হতে পারে। আপনার জন্যে পার্সোনাল সেক্রেটারী নিয়োগ করেছি। সেই আপনাকে গাড়ীতে করে নিয়ে আসবে। এগারোটায় নিয়ে আসবে, তিনটায় পৌঁছে দেবে। দুপুরের লাঞ্চ ফ্রী। সাইনিং মাণি পঞ্চাশ হাজার টাকা। ব্যাংক একাউন্ট বলুন, টাকা এক্ষুণি পে করে দিচ্ছি। আরো কত কি? আমার এত সমাদর ভালো লাগে না। আমি একটা মেয়ে হলাম নাকি? আমার আবার কিসের বিপদ? আমি না করে দিলাম। বললাম, হেঁটেই যাবো।
আমি বললাম, ছোট আপু, তোমাকে সব সময় যতটা বুদ্ধিমতী ভাবতাম, তুমি আসলে ততটা নও।
আমার কথা শুনে মৌসুমী ধপাস করেই পাশের বেঞ্চিটাতে বসলো। বললো, কেনো, আমি আবার বোকামীর কি করলাম?
আমি বললাম, খুকী আমাকে বোকা বানাতে চায়নি। বোধ হয় টেলিফোনের সব আলাপ শুনেছিলো।
মৌসুমী খিল খিল করেই হাসলো, তার গেঁজো দাঁত বেড় করে। তারপর বললো, একটা পাজী মেয়ে, আঁড়ি পেতে সবার কথা শুনে।
আমি বললাম, খুকীকে তুমি যতই অপছন্দ করো না কেনো, খুকী তোমার ভালো চায় বলেই বুদ্ধি করে আমাকে পাঠিয়েছে।
মৌসুমী অবাক হয়েই বললো, বুদ্ধি? এটাতে বুদ্ধির কি হলো?
আমি বললাম, একটু ওদিকে তাঁকাও। লোকগুলোকে তোমার কেমন মনে হচ্ছে?
মৌসুমী উঁকি দিয়ে তাঁকিয়ে বললো, কোন লোকগুলো? কেমন মনে হবে আবার?
আমি বললাম, লোকগুলোকে আমি সুরাঙ্গনের আশেপাশেই ঘুরাফেরা করতে দেখেছি। ওরা এখন আমাদেরকে আনুসরণ করছে। আমাদের মানে তোমাকে। তুমি নিজেকে যতই সামান্য বাবো না কেনো, বাজারে তোমার ক্যাসেট বেড় হতে যাচ্ছে। আর কিছু না হলেও তুমি একজন শিল্পী। তোমার কাছে অনেক টাকা থাকতে পারে, তা সবার ধারনা। আর ওই সুরাঙ্গন একটা ভুয়া প্রতিষ্ঠানও হতে পারে। তোমাকে যে ব্ল্যাকমেইল করছে না তারও নিশ্চয়তা কি?
মৌসুমী বললো, ধ্যাৎ, ওসব কিছু না। চলো, বাড়ী ফিরে যাই।
মৌসুমী উঠে দাঁড়ালো। আমিও বাড়ীর পথে রওনা হলাম। মৌসুমী চোখ টিপে ইশারা করে বললো, এদিকে না। ওদিকটায় ঘুরে চলো।
মৌসুমীর ইশারার কারন আমি বুঝলাম। কারন, লোকগুলো আমাদের অনুসরন করার জন্যেই প্রস্তুতি নিচ্ছিলো। কিছুদূর এগিয়ে মৌসুমী বললো, খোকা তোমাকে ধন্যবাদ। খুকীকেও। আসলে তোমাকে মিথ্যে বলেছি। সুরাঙ্গন এর ডাইরেক্টরকে আমারও বিশ্বাস হয়নি। ঠিক কথায় বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। বিশ্বাস হয়নি বলেই গাড়ী পাঠাতে নিষেধ করেছিলাম। কারন, আমারও সন্দেহ হয়েছিলো, গাড়ীতে করে যদি আমাকে এমন কোথাও নিয়ে যেতো, যেখান থেকে বাঁচার কোন পথ যদি না থাকে? তাই পায়ে হেঁটে যাবো বলেছিলাম। তারপরও আমাকে বোকা বলবে?
আমি বললাম, স্যরি। তবে, খুকী যদি বুদ্ধি করে আমাকে না পাঠাতো, তাহলে কিন্তু তোমার মস্ত একটা বিপদের সম্ভাবনা ছিলো।
মৌসুমী ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। বললো, না খোকা, খুকীকে আমার খুবই পছন্দ। পছন্দ না হলে কি ওকে আমি নিজেই ফিরিয়ে আনতাম?
আমি পেছন ফিরে একবার তাঁকালাম। দেখলাম, গুণ্ডা মার্কা লোকগুলো আন্যত্রই ফিরে যেতে থাকলো। আমি বললাম, তোমাকে একটা আনুরোধ করবো ছোট আপু।
মৌসুমী বললো, কি?
আমি বললাম, নিজেকে আর কালো ভেবে নেগলেক্ট করবে না। তোমার এখন অনেক দাম।
মৌসুমীর হঠাৎই কি হলো বুঝলাম না। থেমে দাঁড়িয়ে, আমার গাল দুটি চেপে ধরে প্রচণ্ড একটা চুমু উপহার দিলো। তারপর বললো, বাড়ী ফিরে আরো পাবে। চলো।
মৌসুমী আমার হাতটা ধরেই হাঁটতে থাকলো।