21-12-2021, 10:24 PM
(21-12-2021, 10:12 PM)Baban Wrote: পাপ থেকে মুক্তি হয়তো খুব কঠিন, হয়তো অসম্ভব কারোর কাছে, হয়তো সবচেয়ে আপন কারোর কাছে... পাপের আনন্দ আকর্ষণ ভয়ানক, দারুন, পৈশাচিক!
এই গল্পের সেই লোভী সাময়িক স্বার্থপর নারী আজ এতদিনে ওই পাপের বন্ধন থেকে সত্যিকারের মুক্তি পেলো. দোষ অবশ্যই ওই শয়তানের পূজারী গুলোর ছিল কিন্তু সেই পাপে অজান্তে নন্দিনীও ধীরে ধীরে যোগদান করছিলো কিন্তু একটা বড়ো ধাক্কা /ভূমিকম্পন... নিচের মাটি কাঁপিয়ে তাকে সতর্ক করে দিলো.... নড়ে উঠলো ভেতরের মা, স্ত্রী, নারী আর তার বহিঃপ্রকাশ এই আজকের নন্দিনী যে মুক্ত, যে সুখী যে জ্ঞানী
এই জ্ঞান বইয়ের পাতার নয়, জীবনের, বাস্তবের, নিজের ভেতরের অচেনা ছাত্রীর. এই ছাত্রী টুকলি করে বেশি নম্বর পেতে চায়না আর..... যতটুকু পারে নিজের যোগ্যতায় অর্জন করতে চায় তাতে ফেল হলেও হোক. সেই ক্ষতি অন্য ক্ষতির থেকে ভালো....
অসাধারণ হয়েছে. জানিনা শেষের দিকটা এই সাইটের কজন ভালো মতন মেনে নেবে কিন্তু এটার দরকার ছিল
কানু কে জানলেও বা না জানলেও সেই রহস্য থাক নিজের মধ্যে. কিছু উত্তর জানতে নেই..... হয়তো মহাভারতের.... না থাক.... অজানাই থাক
রিপুর মাঝে ভাসছে দুনিয়া
আমরা অজ্ঞ সব জানিয়া
শিক্ষা মোদের নিজের স্বার্থে
জিতছি আমরা সব হারতে
খুব সুন্দর করে কথাগুলো বললে গো এবং সমাপ্তিটা তোমার যে ভালো লেগেছে এটা জেনে আমি যৎপরোনাস্তি আনন্দিত।
সবশেষে বলি .. মরণ রে, তুঁহু মম শ্যাম সমান .. ভালো থেকো