21-12-2021, 12:08 PM
মঞ্জু সাহেব ব্যবসার কাজে বাইরে যাবেন। তিনি তার স্ত্রীকে ডেকে বললেন -
-আমি কয়দিনের জন্য ইউএসএ যাচ্ছি। তুমি সাবধানে থেক।
-আমার জন্য চিন্তা কর না। তুমি সাবধানে ফিরে আস।
-বাসায় তো বড় কেউ নেই। তুমি বরং পাশের বাড়ির ভাবীকে ডেকে কয়েকদিনের জন্য থাকতে বল।
মঞ্জু সাহেব গোয়ালাকে ডেকে বল্লেন, তোর ভাবী একা থাকছে, দেখিস। সমস্যা হলে সাহায্য করিস। গোয়ালা বাধ্য ছেলের মত মাথা নাড়ে।
জেএফকে এয়ারপোর্টে নেমে মঞ্জু সাহেব স্ত্রীকে ফোন দিলেন -
-হ্যালো...
-জ্বে।
-কে?
-জ্বি, আমি গোয়ালা।
-তুমি আমার বৌয়ের মোবাইল নিয়ে কি করছ? ও কই?
-জ্বে, ভাবী তো আমার বাড়ি।
-সে কি করে তোমার বাড়ি? আর তুমিই বা কি কর?
-জ্বে আমি দুধ দোয়াই।
-মানে??!!?
-আমি তো আমার কালা গরুর দুধ দোয়াই। ভাবী আইসা কইল যে কি নাকি নতুন বাগান করব, আমারে যাইতে কয়।
-ওহ! আমি ভাবলাম কি না কি। ঠিক আছে। তোমার ভাবীকে সাহায্য কর।
-(মিসেস মঞ্জু ফোন ধরে) হানি তুমি কেমন আস? ঠিকমত পৌছাইস? খাওয়াদাওয়া করস? কোন সমস্যা হয় নি তো?
-না কোন সমস্যা হয় নি..................
বৌ এর সাথে কথা সেরে মঞ্জু সাহেব হোটেলে ফিরলেন। পরেরদিন সারাদিন ব্যবসার কাজ করে রাতে হোটেলে ফিরে বৌকে ফোন দিতে চাইলেন। কি ভেবে ফোন দিলেন গোয়ালাকে।
-কি কেমন আছ?
-জ্বে ভাল।
-কি কর?
-জ্বে ভাবীর আগাছা, ঝোপঝাড় পরিষ্কার করি।
-মানে??!!
-আপনাদের বাগানের বহুত আগাছা, পরিষ্কার না করলে বাগান করমু কেমনে?
মঞ্জু সাহেব কিছু বলেন না। ফোন রেখে দেন।
পরের রাতে তিনি আবার গোয়ালাকে ফোন দেন।
-কি কর?
-জ্বে ভাবীর ক্ষেতে মই দি।
-হম।
মঞ্জু সাহেবকে চিন্তিত দেখায়।
তার পরের রাত -
-কি মই দেয়া শেষ?
-জ্বে, এখন ভাবীর ক্ষেতে লাঠি দিয়ে গর্ত করি।
মঞ্জু সাহেবের আর সহ্য হয় না। তিনি স্ত্রীকে ফোন দেন -
-গোয়ালা ডিস্টার্ব দিচ্ছে না তো?
-কি যে বল, ও তো খুবই কাজের ছেলে। লাঠি দিয়ে যা সুন্দর গর্ত করে। তুমিও এত সুন্দর গর্ত করতে পার না। আর ওতো পাশের বাড়ির ভাবীর ক্ষেতেও গর্ত করে দিয়ে আসছে। খুবই কাজের ছেলে।
মঞ্জু সাহেব বিভ্রান্ত হয়ে যান। হচ্ছেটা কি?
-আমি কয়দিনের জন্য ইউএসএ যাচ্ছি। তুমি সাবধানে থেক।
-আমার জন্য চিন্তা কর না। তুমি সাবধানে ফিরে আস।
-বাসায় তো বড় কেউ নেই। তুমি বরং পাশের বাড়ির ভাবীকে ডেকে কয়েকদিনের জন্য থাকতে বল।
মঞ্জু সাহেব গোয়ালাকে ডেকে বল্লেন, তোর ভাবী একা থাকছে, দেখিস। সমস্যা হলে সাহায্য করিস। গোয়ালা বাধ্য ছেলের মত মাথা নাড়ে।
জেএফকে এয়ারপোর্টে নেমে মঞ্জু সাহেব স্ত্রীকে ফোন দিলেন -
-হ্যালো...
-জ্বে।
-কে?
-জ্বি, আমি গোয়ালা।
-তুমি আমার বৌয়ের মোবাইল নিয়ে কি করছ? ও কই?
-জ্বে, ভাবী তো আমার বাড়ি।
-সে কি করে তোমার বাড়ি? আর তুমিই বা কি কর?
-জ্বে আমি দুধ দোয়াই।
-মানে??!!?
-আমি তো আমার কালা গরুর দুধ দোয়াই। ভাবী আইসা কইল যে কি নাকি নতুন বাগান করব, আমারে যাইতে কয়।
-ওহ! আমি ভাবলাম কি না কি। ঠিক আছে। তোমার ভাবীকে সাহায্য কর।
-(মিসেস মঞ্জু ফোন ধরে) হানি তুমি কেমন আস? ঠিকমত পৌছাইস? খাওয়াদাওয়া করস? কোন সমস্যা হয় নি তো?
-না কোন সমস্যা হয় নি..................
বৌ এর সাথে কথা সেরে মঞ্জু সাহেব হোটেলে ফিরলেন। পরেরদিন সারাদিন ব্যবসার কাজ করে রাতে হোটেলে ফিরে বৌকে ফোন দিতে চাইলেন। কি ভেবে ফোন দিলেন গোয়ালাকে।
-কি কেমন আছ?
-জ্বে ভাল।
-কি কর?
-জ্বে ভাবীর আগাছা, ঝোপঝাড় পরিষ্কার করি।
-মানে??!!
-আপনাদের বাগানের বহুত আগাছা, পরিষ্কার না করলে বাগান করমু কেমনে?
মঞ্জু সাহেব কিছু বলেন না। ফোন রেখে দেন।
পরের রাতে তিনি আবার গোয়ালাকে ফোন দেন।
-কি কর?
-জ্বে ভাবীর ক্ষেতে মই দি।
-হম।
মঞ্জু সাহেবকে চিন্তিত দেখায়।
তার পরের রাত -
-কি মই দেয়া শেষ?
-জ্বে, এখন ভাবীর ক্ষেতে লাঠি দিয়ে গর্ত করি।
মঞ্জু সাহেবের আর সহ্য হয় না। তিনি স্ত্রীকে ফোন দেন -
-গোয়ালা ডিস্টার্ব দিচ্ছে না তো?
-কি যে বল, ও তো খুবই কাজের ছেলে। লাঠি দিয়ে যা সুন্দর গর্ত করে। তুমিও এত সুন্দর গর্ত করতে পার না। আর ওতো পাশের বাড়ির ভাবীর ক্ষেতেও গর্ত করে দিয়ে আসছে। খুবই কাজের ছেলে।
মঞ্জু সাহেব বিভ্রান্ত হয়ে যান। হচ্ছেটা কি?