07-05-2019, 12:47 AM
আপনাদের আকুতি দেখে অপরাধ বোধ হচ্ছে। অনেকদিন পর ঢুকে দেখে সেটা আরো বেড়েছে। কিন্তু জানেন তো আমিও একজন মানুষ। যতই ছন্নছাড়া লিখি না কেন আমারো মন খারাপ থাকে। কতদিন দুকলম লিখে ছেড়ে দিয়েছি। মন ভাল হওয়ার অপেক্ষা করেছি। আজ ঢুকে এতো এতো অপেক্ষা দেখে অনেকটা পণ করে কলম চালিয়েছি। সত্যি বলছি আপনারা যারা এসব পড়ে নিঃসঙ্গতা কাটান, আনন্দ পান তাদের আনন্দ দিতেই লিখি। আবারো কলম ধরতে সময় নেবো। কারণ চারদিকে সবাই ভিন্ন মাত্রায় থাকবে। সেখানে যৌনতা অনুষঙ্গ টেনে আনা জটিল হবে। তবু জেনে রাখুন আমি চলে যাই না, যাবোও না। দেরী হলেও আপডেট দেবো। মন ভালো থাকলেই লিখবো। অনেকদিন পেশাগত লেখা থেকেও দূরে। ওদের কাছ থেকে সময় নিয়েছি। যদিও ঈদের জন্য লেখা চাইছে ওরা প্রতিদিন। পারিনি তেমন কিছু লিখতে। কাল থেকে ওদের জন্য লিখবো বলে পণ করেছিলাম। আজ সারাদিন এখানে লিখেছি। সবাই ভাল থাকবেন। ফিরে আসুন বলবেন না। লজ্জা লাগে। আমি চলে যাই নি।
শিশু বলৎকারের মূল কারণ আমি আপনি আমরা। আসুন প্রতিরোধ করি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)