04-05-2019, 05:37 AM
(This post was last modified: 04-05-2019, 06:08 AM by Senian. Edited 1 time in total. Edited 1 time in total.)
ভীনদেশে এসে ফারহানার ভাল লাগছেনা৷ শিহাবকে ছাড়া একটা বছর সে কিভাবে থাকবে! একা একা এখানে সবকিছু কিভাবে সামলাবে? দেশে তো আনাম ছিল, তার কোনো চিন্তাই ছিলনা৷ কলমটা পর্যন্ত কিনে দিয়েছে আনাম বিয়ের পর৷ আর এখন?
ফারহানা স্কলারশিপ এর চুক্তি অনুযায়ী একবছর ফ্রি থাকা, এবং বিনা বেতনে পড়ার সুযোগ পেয়েছে৷ তাকে ভার্সিটির একটা ডরমিটরি রুম দেওয়া হয়েছে৷ তার রুমমেট পড়েছে একজন ইন্ডিয়ান মেয়ে৷ আলাপ করে ভালই মনে হল৷ তবে বেশি কথা বলে। আর যেই জানতে পেরেছে ফারহানা হিন্দি বুঝতে পারে সেই থেকে ইংরেজি ছেড়ে হিন্দিতে বকবক করে যাচ্ছে। তবে মেয়ে ভাল৷ তারা দুজন মিলে বাইরে একবার ঘুরে এসেছে৷ ফারহানা যেতে চায়নি, তার ভয় লাগে যদি কোথাও হারিয়ে যায়৷ নিশা মানে য়ার রুমমেট তাকে জোর করে নিয়ে গেছে৷ রাস্তাঘাট কি পরিষ্কার! বাংলাদেশের মত না৷ মানুষগুলো চাকমাদের মত কিছুটা তবে আরও ফর্সা৷ ফারহানা আর নিশা এদেশের সিম কিনেছে৷ ফারহানা সিম অন করেই ইমুতে সবার সাথে কথা বলল বাংলাদেশে৷ ইশ!শিহাব সোনামণিটা ভিডিওতে মাকে দেখেই আম্মু আম্মু বলে নেচে উঠেছে৷ ফারহানা কথা শেষ করে মুখ লুকিয়ে কাঁদল শিহাবের জন্য, আনামের জন্য৷ নিশা এসে তাকে সান্ত্বনা দিল৷ কাল তাদের ওরিয়েন্টেশন।
ফারহানা সকালে শাড়ি পড়ে রেডি হল। নিশা ওয়েস্টার্ন ড্রেস পড়েছে৷ একটা হলরুমে তাদের নবীনবরণ হল৷ তাদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হল। ফারহানা বসে আছে৷ নিশা জানি কোথায় গেল। মেয়েটা একটুও স্থির থাকেনা৷ একজন টিচার বক্তব্য দিচ্ছেন৷ এমন সময় একটা ছেলে ফারহানার পাশে এসে বসল যেখানে নিশা বসে ছিল৷ ফারহানা বলতে চাচ্ছিল যে এখানে কেউ একজন আছে, কিন্তু বলতে গিয়েও বলতে পারলনা৷ সে দেখল নিশা দূরে একটা সিটে বসে পড়েছে৷ ছেলেটা সাদা চামড়ার, লম্বা বেশ৷ দেখতেও খারাপ না৷ পেটানো দেহ৷ ফারহানা একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল৷ কিন্তু ছেলেটা মনে হচ্ছে একটু উগ্র টাইপ এর৷ চুল এর কাটিং কেমন যেন! হাতে একটা শিকল পড়ে আছে। কি বিচ্ছিরি ই না দেখাচ্ছে, গুণ্ডাদের মত৷ কানে আবার ইয়ারফোন লাগিয়ে রেখেছে৷ কানে ইয়ারফোন লাগিয়ে আবার এমন ভাব করছে যেন খুব মনোযোগ দিয়ে বক্তৃতা শুনছে৷ ফারহানার হাসি চলে এল অজান্তেই৷ সে হেসে দিয়েও নিজেকে সামলে নিল। হঠাৎ মঞ্চ থেকে ঘোষণা এল স্টুডেন্টদের মধ্যে থেকে কাউকে কিছু বলার জন্য৷ নিশা এসে ফারহানাকে জোর করে উঠিয়ে মঞ্চের দিকে পাঠিয়ে দিল। ফারহানার কি যে লজ্জা লাগছিল৷ কি বলবে সে এতগুলো মানুষের সামিনে? তাও আবার ইংরেজিতে! ফারহানা কিছুক্ষণ চুপ হয়ে ছিল, তার হাত-পা কাঁপছিল৷ সামনে তাকাতেই দেখে নিশা তাকে বলার জন্য উৎসাহ দিচ্ছে৷ ফারহানার তাও ভয় কমছেনা৷ সে চোখ খুলল৷ এবার দেখল ঐ ছেলেটাও ইশারায় তাকে অভয় দিয়ে কিছু বলার জন্য উৎসাহ দিচ্ছে৷ ফারহানা এবার বলা শুরু করল এবং খুব সুন্দর করেই বলল৷ তারা যখন বের হয়ে যাচ্ছিল, কোত্থেকে ঐ ছেলেটা এসে বলল,"ইউ ডিড এ টেরিফিক জব। ওয়েল ডান।"-বলেই চোখের পলকে উধাও হয়ে গেল। কে যেন তাকে ডাকছিল লরেন্ট বলে৷ আচ্ছা, তাহলে তার নাম লরেন্ট।
ফারহানা স্কলারশিপ এর চুক্তি অনুযায়ী একবছর ফ্রি থাকা, এবং বিনা বেতনে পড়ার সুযোগ পেয়েছে৷ তাকে ভার্সিটির একটা ডরমিটরি রুম দেওয়া হয়েছে৷ তার রুমমেট পড়েছে একজন ইন্ডিয়ান মেয়ে৷ আলাপ করে ভালই মনে হল৷ তবে বেশি কথা বলে। আর যেই জানতে পেরেছে ফারহানা হিন্দি বুঝতে পারে সেই থেকে ইংরেজি ছেড়ে হিন্দিতে বকবক করে যাচ্ছে। তবে মেয়ে ভাল৷ তারা দুজন মিলে বাইরে একবার ঘুরে এসেছে৷ ফারহানা যেতে চায়নি, তার ভয় লাগে যদি কোথাও হারিয়ে যায়৷ নিশা মানে য়ার রুমমেট তাকে জোর করে নিয়ে গেছে৷ রাস্তাঘাট কি পরিষ্কার! বাংলাদেশের মত না৷ মানুষগুলো চাকমাদের মত কিছুটা তবে আরও ফর্সা৷ ফারহানা আর নিশা এদেশের সিম কিনেছে৷ ফারহানা সিম অন করেই ইমুতে সবার সাথে কথা বলল বাংলাদেশে৷ ইশ!শিহাব সোনামণিটা ভিডিওতে মাকে দেখেই আম্মু আম্মু বলে নেচে উঠেছে৷ ফারহানা কথা শেষ করে মুখ লুকিয়ে কাঁদল শিহাবের জন্য, আনামের জন্য৷ নিশা এসে তাকে সান্ত্বনা দিল৷ কাল তাদের ওরিয়েন্টেশন।
ফারহানা সকালে শাড়ি পড়ে রেডি হল। নিশা ওয়েস্টার্ন ড্রেস পড়েছে৷ একটা হলরুমে তাদের নবীনবরণ হল৷ তাদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হল। ফারহানা বসে আছে৷ নিশা জানি কোথায় গেল। মেয়েটা একটুও স্থির থাকেনা৷ একজন টিচার বক্তব্য দিচ্ছেন৷ এমন সময় একটা ছেলে ফারহানার পাশে এসে বসল যেখানে নিশা বসে ছিল৷ ফারহানা বলতে চাচ্ছিল যে এখানে কেউ একজন আছে, কিন্তু বলতে গিয়েও বলতে পারলনা৷ সে দেখল নিশা দূরে একটা সিটে বসে পড়েছে৷ ছেলেটা সাদা চামড়ার, লম্বা বেশ৷ দেখতেও খারাপ না৷ পেটানো দেহ৷ ফারহানা একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল৷ কিন্তু ছেলেটা মনে হচ্ছে একটু উগ্র টাইপ এর৷ চুল এর কাটিং কেমন যেন! হাতে একটা শিকল পড়ে আছে। কি বিচ্ছিরি ই না দেখাচ্ছে, গুণ্ডাদের মত৷ কানে আবার ইয়ারফোন লাগিয়ে রেখেছে৷ কানে ইয়ারফোন লাগিয়ে আবার এমন ভাব করছে যেন খুব মনোযোগ দিয়ে বক্তৃতা শুনছে৷ ফারহানার হাসি চলে এল অজান্তেই৷ সে হেসে দিয়েও নিজেকে সামলে নিল। হঠাৎ মঞ্চ থেকে ঘোষণা এল স্টুডেন্টদের মধ্যে থেকে কাউকে কিছু বলার জন্য৷ নিশা এসে ফারহানাকে জোর করে উঠিয়ে মঞ্চের দিকে পাঠিয়ে দিল। ফারহানার কি যে লজ্জা লাগছিল৷ কি বলবে সে এতগুলো মানুষের সামিনে? তাও আবার ইংরেজিতে! ফারহানা কিছুক্ষণ চুপ হয়ে ছিল, তার হাত-পা কাঁপছিল৷ সামনে তাকাতেই দেখে নিশা তাকে বলার জন্য উৎসাহ দিচ্ছে৷ ফারহানার তাও ভয় কমছেনা৷ সে চোখ খুলল৷ এবার দেখল ঐ ছেলেটাও ইশারায় তাকে অভয় দিয়ে কিছু বলার জন্য উৎসাহ দিচ্ছে৷ ফারহানা এবার বলা শুরু করল এবং খুব সুন্দর করেই বলল৷ তারা যখন বের হয়ে যাচ্ছিল, কোত্থেকে ঐ ছেলেটা এসে বলল,"ইউ ডিড এ টেরিফিক জব। ওয়েল ডান।"-বলেই চোখের পলকে উধাও হয়ে গেল। কে যেন তাকে ডাকছিল লরেন্ট বলে৷ আচ্ছা, তাহলে তার নাম লরেন্ট।