20-12-2021, 07:52 PM
(20-12-2021, 07:38 PM)Sanjay Sen Wrote: আগের ওইরকম ধুন্ধুমার এপিসোডে তোমার মতো একজন লেখকের প্রাপ্তি মাত্র দুটো reputations আর পাঁচটা likes - এত বড় একটা ধাক্কা সামলে তুমি যে এত তাড়াতাড়ি আপডেট দিচ্ছো, এটা ভেবে খুব ভালো লাগছে। কারণ আমি জানি সমাপ্তিটাও as usual দুর্দান্ত হবে তোমার। তার সঙ্গে মন খারাপ এতদিনের গাঁটছড়া নাগপাশ এর সঙ্গে আমাদের আগামীকাল রাতে শেষ হয়ে যাবে।
জীবনটা অনেক বড়ো এবং অনেক তাৎপর্যপূর্ণ সেন মহাশয়। সেখানে গুটিকয়েক রেপু এবং লাইকের তারতম্যে কিচ্ছু বদলায় না।
আমি ছোটবেলা থেকেই সব কাজে ভীষণ sincere .. এই ফোরামে প্রত্যেকটি ছোট-বড় কাহিনী লেখার ক্ষেত্রেও কাজগুলো sincerely করেছি/করে যাচ্ছি। তাতে কে আমাকে কি দিলো আর দিলো না doesn't matter .. আমার কাজ আমি ঠিক করে যাবো। যেদিন মনে হবে থামা দরকার, থেমে যাবো।
সবশেষে বলি thanks for your concern .. এইরকম ভাবে ভাবার জন্য .. প্রকৃত অর্থেই তুমি আমার পাঠকের গণ্ডি থেকে বেরিয়ে অনেক কাছের মানুষ হয়ে উঠেছো।