20-12-2021, 05:27 PM
ও ছুটে নিজের বাঙ্কে ফিরে এসে দেখে সত্যি ওর পার্স নেই। চিন চিন করে ওঠে ওর শিরদাঁড়া। এখন উপায়? পেচ্ছাপ মাথায় উঠে যায়। ঘড়িতে দেখে, সাড়ে ৩ তে। বাকি রাত টা এপাশ ওপাশ করে কাটায়, ছেলেটাকে ও দেখতে পায় না এর মধ্যে। ও কোন কুল খুঞ্জে পায় না। ভাবতে ভাবতে ৭।৩০ এ বিলাশপুর। ওর সহযাত্রী তখনও ঘুমের কোলে। নিজের ব্যাগটা নিয়ে নেমে আসে বিলাস পুর স্টেশন এ।
ও ছেলে টা কে দেখতে পায়না। ও বোঝে সে না এলে ও বাইরে বের হতে পারবে না কারন টিকিট ওর কাছে। ট্রেন টা পাঁচ মিনিট থেমে ছেড়ে চলে যায়। ও হটাত দেখে কথা থেকে যেন ছেলে টা উদয় হল।
-চলো মৌ
উত্তর না দিয়ে হাজার চিন্তা মাথায় নিয়ে বেরিয়ে আসে মউমিতা। ওর পাশে পাশে হাঁটতে হাঁটতে ছেলে টা বলে
- আমি মহেন্দ্রা সিং। এখান থেকে কিছু দূরে আমার নিজের বাড়ি। ওই দুরের কালো ক্সরপিয় টা আমার। চল, উঠে পড়।
গাড়ি স্টার্ট নেয়। ওরা পাশা পাশি। টুক টাক কথা হয়। মাথা টা পরিষ্কার রাখে চায় মৌমিতা। রাস্তা টা কে চিনে নিতে চায়। হয় তো একটু ঘুমিয়েই পড়েছে, হটাত প্রচণ্ড এক ঝাকুনিতে ওর ঘুম ভেঙে যায়, চোখ খুলে বোঝার আগেই দু পাশের দরজা খুলে গেছে আর জংলা পোশাক পরা দু জন লোক ওকে হিন্দি তে বলে, ‘নেমে আসুন’। ও বুজতে উঠতে উঠতে একজন ওকে টেনে পাশের দাঁড়িয়ে থাকা জিপ্সি গাড়ি টাতে তুলে নেয়। গাড়ি দৌড়তে শুরু করে। ওর সামনে বসে থাকা লোকটা কে দেখে ও অবাক হয়, খাদে লেখা এস এস বি। ও বোঝে ওকে এস এস বি রা উদ্ধার করেছে। ওর ডান দিকে যে বসে তাকে দেখে ওর মনে হয় যে সে একজন অফিসার। ও সাহস করে জিজ্ঞেস করে কি হয়েছে। ও যা জানতে পারে সেটা হল ওকে মাওবাদি দের খপ্পরে পড়ে ছিল। একটা ফোন পায় ওরা, তাতে ওরা অত পেতে বসে ছিল। ওকে সেনা ছাউনি তে এনে জিজ্ঞাসাবাদ করে। সেখানে ও জানতে পারে নীল বলে কেউ একজন ওদের খবর দিয়েছে। ওর স্বামী কে ওরা জানাতে চায় কিন্তু ও জানাতে দেয় না। সেদিন বিকালে ওকে স্টেশন পৌঁছে দেয় ওরা। সেখানে ও দেখে নিল ওর জন্য অপেক্ষা করে আছে। নিল কে দেখা মাত্র ও কেঁদে ফেলে। ওর কাছে নিল এক মাত্র পরিচিত এই মুহূর্তে।নিল ওকে টেনে নেয় তার দু হাতের মধ্যে। কানে কানে বলে, ‘কোন ভয় নেই, আমি তো আছি’।
সেদিন রাত্রে কোন গাড়ি তে ওরা টিকিট পায়না, স্থানীয় সেনা ছাউনি ওদের জন্য দুটো টিকিট পরদিন সন্ধ্যের ট্রেনে জোগাড় করে। ঘড়িতে সন্ধ্যা ৬ টা বেজে গেছে। কি আর করবে, রেল পুলিশ কে বলে একটা হোটেলে দুটো ঘর পায়।
সারা দিন স্নান করে নি তাই আগে স্নান করে নেয় মৌমিতা। বাড়িতে জানিয়ে দিয়েছে এবং বাব্লl কে বলে দিয়েছে যে ট্রেন গণ্ডগোল করেছে। স্নান করে একটা হালকা গাউন পড়ে বারান্দায় এসে দাঁড়ায়, পাশের ঘর থেকে কোন শব্দ আসেনি দেখে দরজা টা ঠেলে, আর চমকে ওঠে। নিল একটা জাঙ্গিয়া পড়ে শরীর চরচা করছে। ও বেরিয়ে যেতে চাইলেও পারে না। নিল ওকে ডাকে-
ও বলে, “না থাক, আপনি ইয়গা করুন, আমি আমার ঘরে আছি”।
মৌমিতা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে কি ভাবে আজ দিন্ টা কে ও কাঁটাল। অনেক টা হিন্দি সিনেমার মত।
ও ছেলে টা কে দেখতে পায়না। ও বোঝে সে না এলে ও বাইরে বের হতে পারবে না কারন টিকিট ওর কাছে। ট্রেন টা পাঁচ মিনিট থেমে ছেড়ে চলে যায়। ও হটাত দেখে কথা থেকে যেন ছেলে টা উদয় হল।
-চলো মৌ
উত্তর না দিয়ে হাজার চিন্তা মাথায় নিয়ে বেরিয়ে আসে মউমিতা। ওর পাশে পাশে হাঁটতে হাঁটতে ছেলে টা বলে
- আমি মহেন্দ্রা সিং। এখান থেকে কিছু দূরে আমার নিজের বাড়ি। ওই দুরের কালো ক্সরপিয় টা আমার। চল, উঠে পড়।
গাড়ি স্টার্ট নেয়। ওরা পাশা পাশি। টুক টাক কথা হয়। মাথা টা পরিষ্কার রাখে চায় মৌমিতা। রাস্তা টা কে চিনে নিতে চায়। হয় তো একটু ঘুমিয়েই পড়েছে, হটাত প্রচণ্ড এক ঝাকুনিতে ওর ঘুম ভেঙে যায়, চোখ খুলে বোঝার আগেই দু পাশের দরজা খুলে গেছে আর জংলা পোশাক পরা দু জন লোক ওকে হিন্দি তে বলে, ‘নেমে আসুন’। ও বুজতে উঠতে উঠতে একজন ওকে টেনে পাশের দাঁড়িয়ে থাকা জিপ্সি গাড়ি টাতে তুলে নেয়। গাড়ি দৌড়তে শুরু করে। ওর সামনে বসে থাকা লোকটা কে দেখে ও অবাক হয়, খাদে লেখা এস এস বি। ও বোঝে ওকে এস এস বি রা উদ্ধার করেছে। ওর ডান দিকে যে বসে তাকে দেখে ওর মনে হয় যে সে একজন অফিসার। ও সাহস করে জিজ্ঞেস করে কি হয়েছে। ও যা জানতে পারে সেটা হল ওকে মাওবাদি দের খপ্পরে পড়ে ছিল। একটা ফোন পায় ওরা, তাতে ওরা অত পেতে বসে ছিল। ওকে সেনা ছাউনি তে এনে জিজ্ঞাসাবাদ করে। সেখানে ও জানতে পারে নীল বলে কেউ একজন ওদের খবর দিয়েছে। ওর স্বামী কে ওরা জানাতে চায় কিন্তু ও জানাতে দেয় না। সেদিন বিকালে ওকে স্টেশন পৌঁছে দেয় ওরা। সেখানে ও দেখে নিল ওর জন্য অপেক্ষা করে আছে। নিল কে দেখা মাত্র ও কেঁদে ফেলে। ওর কাছে নিল এক মাত্র পরিচিত এই মুহূর্তে।নিল ওকে টেনে নেয় তার দু হাতের মধ্যে। কানে কানে বলে, ‘কোন ভয় নেই, আমি তো আছি’।
সেদিন রাত্রে কোন গাড়ি তে ওরা টিকিট পায়না, স্থানীয় সেনা ছাউনি ওদের জন্য দুটো টিকিট পরদিন সন্ধ্যের ট্রেনে জোগাড় করে। ঘড়িতে সন্ধ্যা ৬ টা বেজে গেছে। কি আর করবে, রেল পুলিশ কে বলে একটা হোটেলে দুটো ঘর পায়।
সারা দিন স্নান করে নি তাই আগে স্নান করে নেয় মৌমিতা। বাড়িতে জানিয়ে দিয়েছে এবং বাব্লl কে বলে দিয়েছে যে ট্রেন গণ্ডগোল করেছে। স্নান করে একটা হালকা গাউন পড়ে বারান্দায় এসে দাঁড়ায়, পাশের ঘর থেকে কোন শব্দ আসেনি দেখে দরজা টা ঠেলে, আর চমকে ওঠে। নিল একটা জাঙ্গিয়া পড়ে শরীর চরচা করছে। ও বেরিয়ে যেতে চাইলেও পারে না। নিল ওকে ডাকে-
ও বলে, “না থাক, আপনি ইয়গা করুন, আমি আমার ঘরে আছি”।
মৌমিতা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে কি ভাবে আজ দিন্ টা কে ও কাঁটাল। অনেক টা হিন্দি সিনেমার মত।