18-12-2021, 09:57 PM
(18-12-2021, 09:50 PM)Baban Wrote: কোথা থেকে শুরু হয়েছিল নন্দিনীর সাংসারিক জীবন আর আজ কোথায় এসে পৌঁছেছে..... এটা এক দিক থেকে যেমন বীভৎব, জঘন্য, ভুল, পাপ, অনুচিত.... তেমনি আরেক দিক থেকে ততটাই অসাধারণ, চরম, সুখকর, মজার, উল্লাসের.
বিট্টু তো বাচ্চা তাই তার কথা তুলছিনা... তা মা নিজেও কি কোনোদিন ভেবেছিলো এমন এক দিন আসবে যেদিন সম্পূর্ণ অপরিচিত অজানা শয়তানদের মাঝে ফেঁসে ভয় আতঙ্ক প্রাথমিক অনুভূতির শেষে চরম সুখের আর আনন্দের সাক্ষী হতে চলেছে সে? শয়তান জেনে ওই লোকগুলোর বার বার শয়তানি একসময় উপভোগ করতে লাগবে সে? স্বামী সন্তান সব ভুলে নিজে স্বার্থপর হয়ে ওই দুশ্চরিত্রদের ওপর উঠে নিজের সুখের জন্য লাফাবে সে? আজ সেও ওই শয়তানদের একজন.... না চাইলেও সে তাই....... দারুন দারুন পর্ব
সকল রিপুর বড় রিপু হলো কামরিপু আর সকল ক্রিয়ার বড় ক্রিয়া হলো রতিক্রিয়া .. সাময়িকভাবে এর বন্ধন কাটিয়ে বেরোনো একপ্রকার অসম্ভব .. না না, একথা কোনো গুণীজন বলেননি .. এটা এই অধমের জীবনদর্শন .. দেখা যাক ভবিষ্যতে কি লেখা আছে নন্দিনী সহ বাকি চরিত্রগুলির কপালে ..