18-12-2021, 08:45 PM
(This post was last modified: 18-12-2021, 08:46 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-12-2021, 08:32 PM)Bichitravirya Wrote: মানে?
কিভাবে পড়তেন? এখনও আছে নাকি কমিকস গুলো?
আমি একটাও পড়িনি এর ব্যাপারে। শুধু একে চিনি। দুই হাতে আংটি আছে। যেগুলো দিয়ে ও ভিলেন চিহ্নিত করে রাখে। এর বাইরে আর কিছুই জানি না....
তবে আমার কাছে ছোটবেলার হিরো না শক্তিমান, না স্পাইডার ম্যান, না অরন্যদেব। আমার সুপার হিরো হলো এই এলিয়েন --- যদিও একে ঠিক superhero বলে না কেউ
অবশ্যই আছে .. ইন্দ্রজাল কমিকস .. নামটা শুনলেই ছোটবেলায় গায়ে একটা অদ্ভুত শিহরণ হতো .. তোমরা এসব স্বাদ থেকে বঞ্চিত ভাই .. তোমাদের এখন শুধু সম্বল মুঠোফোনের ইন্টারনেট আর OTT (over the top) platform এর সিনেমাগুলি।
চাচা চৌধুরী আর সাবুর কাণ্ডকারখানা, ম্যানড্রেকের জাদু-সাম্রাজ্যঃ, ফ্যান্টম আর ডায়ানার প্রেম কাহিনী, নন্টে ফন্টে আর কেল্টুর কারসাজি, বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা .. এই সমস্ত অমৃতসম বইয়ের নির্যাস থেকে তোমরা বঞ্চিত।