Thread Rating:
  • 24 Vote(s) - 2.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy ঝাপটা (Flapping) --- রাখাল হাকিম
#11
মুনা কি ইচ্ছে করেই আমার সাথে মজা করতে চাইছে নাকি? কিন্তু কেনো? মুনার সাথে ভালো করে পরিচয়ও তো হয়নি এখনো। গতকাল ক্লাশে আমার পাশেই টীচার বসতে বলেছিলো বলে নাকি?

আমার মনটা হঠাৎই উদাস হয়ে গেলো। নিঃসন্দেহে মুনা চমৎকার একটি মেয়ে। খানিক মোটিয়ে গেছে। মোটিয়ে যাওয়াতেই তাকে আরো বেশী সুন্দর লাগে, সেক্সী লাগে। গাল দুটি যেমনি ফুলা ফুলা লাগে, ঠোটগুলোও মনে হয় রসালো। আর স্তন দুটিও অসম্ভব বড় বড় মনে হয়।

মুনা যেনো হঠাৎ করেই আমার মাথার ভেতর থেকে উর্মির ভাবনাটা সরিয়ে দিলো। আমি ঠিক করলাম, মুনা যদি আবারো এই পথে ছুটে আসে, তাহলে তার পথ আগলে দাঁড়াবো।

আমি ধীর পায়েই হাঁটতে থাকলাম। মুনার আবারো পুরু গার্ডেনটা প্রদক্ষিণ করে ফিরে আসার প্রহরই গুনতে থাকলাম। থেকে থেকে গার্ডেনের গাছ গাছালীর ফাঁকে মুনার অবস্থানটাও পর্য্যবেক্ষণ করতে থাকলাম
ধীর পায়ে দশ গজ এগুতেই মুনাকে দেখলাম ছুটে আসতে সাইকেল চালিয়ে। আমি তার পথ আগলেই দাঁড়ালাম। মুনা কৌশলে সাইকেলটা বাঁকিয়ে নিয়ে যেতেই তার মাথা থেকে বেতের টুপিটা পরে যেতে থাকলো
মুনা কোন কিছু পরোয়া না করে, সাইকেলের সীটে বসে খিল খিল হাসির রিনি ঝিনি কিছু সুর উপহার দিয়ে দ্রুত ছুটতে থাকলো সাইকেলটা নিয়ে আমি মুনার ছুটে পরা বেতের টুপিটা হাতে নিয়ে তার পশ্চাদ ভাগের দিকেই তাঁকিয়ে রইলাম ডাকলাম, মুনা, তোমার টুপি
মুনা কিছু শুনতে পেলো বলে মনে হলো না। মুহুর্তেই বিলীন হয়ে গেলো গার্ডেনের ওপাশে গাছ গাছালীর আঁড়ালে।

আমি বেতের টুপিটা হাতে নিয়েই মুনার পুনরায় ফিরে আসার অপেক্ষা করতে থাকলাম। ধীর পায়ে দশ গজ এগুলাম, মুনা ফিরে আসছে না বিশ গজও এগুলাম, তারপরও মুনাকে ফিরে আসতে দেখলাম না। গাছ গাছালীর আঁড়ালেও তাকে খোঁজতে থাকলাম, নাহ মুনার নিশানা চোখে পরছে না। হঠাৎ কোথায় উধাও হয়ে গেলো? আমার মনটা চঞ্চল হয়ে উঠলো। পেছন ফিরেও তাঁকালাম, উল্টু ঘুরে পেছন থেকে ছুটে আসছে না তো?

নাহ, মুনা পেছনেও নেই আমার মনটাই খারাপ হয়ে গেলো। নিজের উপর নিজেরই রাগ হলো। শুধু শুধু মুনার পথ আগলে দাঁড়াতে গেলাম কেনো? শীতের পাখিদের একবার বিরক্ত করলে তো পুনরায় তাদের আসার কথা না। আমি রাস্তার পাশে সবুজ ঘাসের উপরই বসে পরলাম। ভাবতে থাকলাম মুনার কথাই। অসম্ভব চমৎকার চেহারার একটা মেয়ে। উর্মির সাথে যদি পরিচয় না হতো, তাহলে বোধ হয় মুনার প্রেমেই প্রথমে পরতে হতো আমাকে। কিন্তু উর্মিও তো ফিরে আসছে। উর্মি যদি পুরনো প্রেমের দাবী নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, তখন কি করবো? আর খুকী? সেও কি আমাকে এমনি এমনি ছেড়ে দেবে?
 
আমি আনমনে যখন ভাবছিলাম, ঠিক তখনই মুনা হঠাৎই সাইকেল চালিয়ে সাই সাই করে ছুটে এসে, সাইকেল চালিয়ে যেতে যেতেই ডাকলো, খোকা? আমাকে ছুতে পারবে? ছুতে পারলে তোমাকে একটা মজার গিফট দেবো

আমি হঠাৎই সম্ভিত পেলাম। উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মুনা অনেক দূর চলে গেলো। মাউন্টেইন বাইক, স্পীডও খারাপ না। এত দূর চলে গেলে ছুবো কিভাবে? আর ছুতে পারলে কি এমন মজার গিফট দেবে? কেনোই বা দেবে? মুনা আমার সাথে মজা করছে না তো? কিন্তু আমার সাথে মজা করে ওর কি লাভ?
[+] 6 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ঝাপটা (Flapping) --- রাখাল হাকিম - by ddey333 - 18-12-2021, 03:28 PM



Users browsing this thread: 3 Guest(s)