Thread Rating:
  • 24 Vote(s) - 2.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy ঝাপটা (Flapping) --- রাখাল হাকিম
#9
মৌসুমীর কথা শুনে আমি ঈষৎ ক্ষুন্ন হলাম। নিজের অজান্তেই বলে ফেললাম, এমন স্বার্থপর এর মতো কথা বলছো কেনো। খুকী ছোটকাল থেকেই আমাদের বাড়ীতে ছিলো। একটু না হয় ভুলই করেছিলো। তাই বলে, স্বার্থ ফুরিয়ে যাবার পর বিদায় করে দেবে?

 
মৌসুমী ঠোটে লিপিষ্টিক এর আবরনটা দিয়ে আমার দিকেই ঘুরে বসলো মিষ্টি গেঁজো দাঁত গুলো বেড় করে খিল খিল হাসিতেই বললো, ধরা পরে গেলে তো?
আমি অপ্রস্তুত হয়েই বললাম, মানে?
মৌসুমী বললো, মানে সহজ। খুকীর প্রতি তোমার সব সময়ই এক ধরনের দুর্বলতা কাজ করে। সেটা ভালো, মানবিকতা। তবে, তারপরও তোমার মনে রাখা উচিৎ খুকীর সাথে আমাদের একটা সামাজিক ব্যাবধান আছে। ওই ব্যাবধান ডিঙিয়ে যেনো খুকীর প্রতি কোন প্রকার দুর্বলতার সৃষ্টি না হয়।

খুকীর প্রতি যে আমি খুবই দুর্বল, কথাটা তো আর মিথ্যে নয়। খুকী আমাদের বাড়ীর কাজের মেয়ে। সামাজিক একটা ব্যাবধান তো আছেই। এসব ব্যাবধান নিয়ে যুগে যুগে কত সহস্র প্রেমের গলপো রচনা হয়েছে, তা আমি নিজেও তো গুনে বলতে পারবো না। আমি অপ্রস্তুত হয়েই বললাম, না, তুমি যা ভাবছো, তেমন কিছুই হবার সম্ভাবনা নেই। খুকী অসাধারন একটা মেয়ে। গরীব এর মেয়ে তো? তাই ইজ্জত নিয়ে খুবই ভাবে।

আমার কথা শুনে মৌসুমী খিল খিল করেই হাসলো। বললো, ওখানেই তো সমস্যা। যারা খুব বেশী ঘুমটা দেয়, আঁড়ালে তারা কিন্তু ন্যাংটুই থাকে। খুকী খুবই বুদ্ধিমতী মেয়ে, আমিও তা মানি। হলো একটা ন্যাংটি ইদুর। সামনে খুবই ভালো। আঁড়ালে কাপর কাটে।
আমি বুঝলাম না মৌসুমী এমন খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছে কেনো? শুধুই কি সন্দেহ? আমি কথা বাড়াতে চাইলাম না। বললাম, ক্ষুধা লেগেছে। খাবে না?
 
মৌসুমী উঠে দাঁড়ালো বললো, না, স্টুডিওতে যেতে হবে সেখানে খাবার এর আয়োজন করবে বলেও জানিয়েছে খুকী বোধ হয় এতক্ষণে তোমার খাবার এর আয়োজন করে ফেলেছে তুমি খেয়ে নিও

আমার কেনো যেনো মনে হলো, এই কয়দিনে মৌসুমী অনেক বদলে গেছে। এতদিন তার চেহারায় হতাশার যে একটা ছায়া দেখা যেতো, সেটা আর নেই। বরং তাকে দেখে অনেক বেশী আত্মবিশ্বাসী মনে হয়। সেবার কলেজ তার নিজ বিদায়ী অনুষ্ঠানে তার নিজ গাওয়া গানটাই বুঝি তাকে আত্ম বিশ্বাসী করে তুলেছিলো, এক বার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি, পরবো ফাসী, দেখবে জগৎ বাসী।
তারপর থেকেই চারিদিক থেকে অফার আসতে থাকলো বড় শিল্পী হবার, কন্ঠ শিল্পী। আমার ক্ষুধাটা মিলিয়ে গেলো হঠাৎই। আমি মৌসুমীর দিকেই এক দৃষ্টিতে তাঁকিয়ে রইলাম। কি অপূর্ব দাঁত মৌসুমীর। মাঝের দুটি দাঁত, আর সেই দুটি দাঁতের পাশেই ঈষৎ নীচে ঈষৎ ছোট দুটি দাঁত। সেগুলোর পাশেই ঈষৎ বড় চৌকু দুটি দাঁত। মৌসুমী হাসলে, এর চাইতে বেশী দাঁত আর চোখে পরে না। মাত্র ছটি দাঁত, অসম্ভব পাগল করে আমাকে। আমি আহলাদ করেই বললাম, ছোট আপু, তোমাকে অপূর্ব লাগছে। একটা চুমু দেবে না?
মৌসুমী মিষ্টি হেসেই বললো, না, এখন না। দেখছো না ঠোটে লিপিষ্টিক দিয়েছি। এখন তোমাকে চুমু দিলে, লিপিষ্টিক নষ্ট হয়ে যাবে। স্টুডিও থেকে ফিরে এলে সবই হবে। এখন আমাকে যেতে দাও।
মৌসুমী আত্মবিশ্বাসী একটা ভাব নিয়েই হন হন করে ঘর থেকে বেড়িয় গেলো। আমি তার পেছনটার দিকেই তাঁকিয়ে রইলাম

[+] 2 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ঝাপটা (Flapping) --- রাখাল হাকিম - by ddey333 - 18-12-2021, 01:11 PM



Users browsing this thread: 6 Guest(s)