13-12-2021, 10:37 PM
(09-12-2021, 11:55 AM)Baban Wrote:
অনুরোধ - বাবান
ছিলাম তখন আমরা ছোট
উচ্চতাতে অনেক খাটো
বুঝতামনা অনেক কিছুই
শিখেছিলাম একে একে দুই
বসতাম না শান্ত হয়ে
ছিলোনা ভবিষ্যতের ভয়
উড়ে বেড়াতাম হাওয়ায় হারিয়ে
অলীক পাখনা দুই নাড়িয়ে
তেমন কোনো ছিলোনা চাপ
হরলিক্স খেতাম রোজ দুই কাপ
মায়ের আদর বাবার আদর
এসবই ছিল ভালোবাসার চাদর
যতই বলুক আজকে বাঁদর
আমরা করি তাদের কদর
তাদের ছাড়, আবার শাসন
তাদের বকা যেন ভাষণ
আজকে বুঝি সেসব কথা
ছিল কত জরুরি
পাইনা সেরম শরীরে ব্যাথা
মনের ব্যাথা ভুরি ভুরি
আজকে মোরা পাল্টে গেছি
নেইতো আর ছোট
অনেক কিছু বুঝতেই শিখেছি
নেইতো আর খাটো
ভুল করেছি ভুল করে
ছোটবেলার কথা বলছি
আজ করি ভুল জেনে বুঝে
অনুতাপেও হয়তো জ্বলছি
এই সমাজ পাল্টে ফেলেছে
সেই ছোট্ট বাচ্চাটাকে
লোভ আজ সব গোগ্রাসে গিলেছে
জেনে বুঝে পা দিয়েছি পাঁকে
তবুও কোথাও আছে সে লুকিয়ে
আজও প্রশ্ন করে ভয় সিটিয়ে
কেন এমন হচ্ছে,
কেন করছি এসব মোরা?
কেন ঠকাই অপরকে?
কেন হাতে বন্দুক ছোড়া?
কেন দি কষ্ট অপরকে?
কেন হাসি তারপরে?
কেন আর নেই মিষ্টি বায়না?
বরং আগুন লাগাই ঘরে?
তাকে আমরা উত্তর দি
ওরে নিষ্পাপ শিশু
একদিন আমি তুই ছিলাম
আজকে মোরা পশু
হরলিক্স খেয়ে মেটেনা তেষ্টা
ভাত খেয়ে আর ক্ষিদে
মাংস চাই.... নরম মাংস
সোজা পথ সবকটা গেছে বেঁকে
বাচ্চা বলে এতো রেগে থাকো কেন আজকাল?
কিসের এতো রাগ তোমার? মাথাভর্তি জঞ্জাল
সরিয়ে দাও এসব তুমি
আমার থাকতে হয় যে কষ্ট
এইটুকু তো চাইছি আমি
এটাও করোনা তোমরা নষ্ট
#baban
দারুন দারুন .. কী অসামান্য প্রতিভা আপনার