13-12-2021, 03:36 PM
(13-12-2021, 02:14 PM)Bumba_1 Wrote: গুলিয়ে ফেললে চলবে না .. আমি কিন্তু একবারও বলিনি তাড়াহুড়ো করে ফেলেছো এই পর্বে .. বরং আমার তো বেশ ভালই লেগেছে সমগ্র পর্বটি .. তবে ওই যে বাবান বললো পলাশ আর সূচির সিকোয়েন্সের কথা .. ওই ব্যাপারে আরেকটু যত্নশীল হতে পারতে। আর আমি তো তোমাকে তখনই বলেছিলাম একজনের কথায় ভেঙে না পড়ে সবাই যেটা খাচ্ছে সেভাবেই এগোনো ভালো।
by the way তোমার কথা মতো সমাজে এখনো এতো অবক্ষয় হয়নি যে MBA pass out পিওনের চাকরি করবে। আমাদের অফিসে যে ক'জন ব্যক্তি পিওনের কাজ করেন তারা সবাই নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই কাজ পেয়েছেন। দু'একটা জায়গায় ব্যতিক্রম থাকতেই পারে।
ওই বোকাচো* র কথা আর বলবেন না... মাল্টা ইডেনে খেলতে গিয়ে হসপিটালাইজড হয়ে গেছিল
সমাজের অবক্ষয় বলতে আমি শুধু একটা কথা বলতে চেয়েছিলাম --- জাল সার্টিফিকেট দেখিয়ে দেশ শাসন করছে
এবার থেকে এখানকার পাঠকদের কথাটাই মাথাতে রাখবো ... খুব বড়ো এক শিক্ষা পেলাম আজ
এখনও আমাদের জাপানিজ সুসি কমেন্ট করেন নি... দেখি ওনার কেমন লাগে
❤❤❤