13-12-2021, 02:14 PM
(This post was last modified: 13-12-2021, 02:21 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(13-12-2021, 11:29 AM)Bichitravirya Wrote: ওটা আমারও সস্তার ড্রামা মনে হয়েছিল... কিন্তু বর্তমান সমাজ এর থেকেও খারাপ ... তাই ওটা দিয়েছি
কে বেল বাজালো সেটা পরের আপডেটে বিস্তারিত বর্ণনা পাবেন
আপনাদের তিনজনের কমেন্টের রিপ্লাই একসাথে দিচ্ছি কারণ উত্তর একই....
এতো হুটোপুটি করে এতো কিছু ঘটিয়ে দেওয়ার পিছনের অনেক গুলো কারনের মধ্যে একটা কারণ বাবান দা আর বুম্বাদা জানেন। আরও অনেক অজুহাত দেওয়া যেত কিন্তু দেবো না... এই আপডেট টাই এডিট করে আরও ভালো করে এখনও লেখা যেত কিন্তু লিখবো না।
একজনের কথায় ভেঙে পড়ে হুটোপুটি করে লিখে ফেলাটা কতো বড়ো ভুল সেটা মনে রাখতে হবে আজীবন । পরবর্তী আপডেট থেকে কোনও রকম হুটোপুটি করে লিখবো না। আর এই আপডেটটা এইরকমই থাকুক নিজের বেড়ে চলার পথে এক অসফলতা হিসাবে.. এটা সারাজীবন এক শিক্ষা হিসাবে থাকুক
❤❤❤
গুলিয়ে ফেললে চলবে না .. আমি কিন্তু একবারও বলিনি তাড়াহুড়ো করে ফেলেছো এই পর্বে .. বরং আমার তো বেশ ভালই লেগেছে সমগ্র পর্বটি .. তবে ওই যে বাবান বললো পলাশ আর সূচির সিকোয়েন্সের কথা .. ওই ব্যাপারে আরেকটু যত্নশীল হতে পারতে। আর আমি তো তোমাকে তখনই বলেছিলাম একজনের কথায় ভেঙে না পড়ে সবাই যেটা খাচ্ছে সেভাবেই এগোনো ভালো।
by the way তোমার কথা মতো সমাজে এখনো এতো অবক্ষয় হয়নি যে MBA pass out পিওনের চাকরি করবে। আমাদের অফিসে যে ক'জন ব্যক্তি পিওনের কাজ করেন তারা সবাই নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই কাজ পেয়েছেন। দু'একটা জায়গায় ব্যতিক্রম থাকতেই পারে।