13-12-2021, 01:58 PM
খোঁজ - বাবান
বিস্তীর্ণ মরুভূমির মাঝে সে একা. কেউ নেই চারিধারে. একা উপস্থিত সে. না একা না... তার ছায়াও তার সঙ্গী. খুঁজে চলেছে সে অনবরত. কি খুঁজছে সে? জানিনা... হয়তো মুক্তি, হয়তো বন্ধু, হয়তো অশান্তি, হয়তো পরাধীনতা অথবা জীবনের বিপরীত অধ্যায়. তার নিম্নে কালো ছায়াও তাকে অনুসরণ করে চলেছে. যেন বালির ওপর অস্পষ্ট চাদর ঢাকা কিছুটা অংশ যা চলমান... যার মালিক কিছু খুঁজতে ব্যাস্ত.
না... পাচ্ছেনা খুঁজে. তৃস্নায় পাগল অবস্থা তার. জল... একটু জল কেউ দিতে পারে তাকে? ওই তো জল... না..... সত্যিই জল? নাকি মরীচিকা? জানেনা সে... জানতেও চায়না. তার অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যাস্ত সে. সে জানতে ব্যাকুল... কি? জানিনা আমরা কেউ.. হয়তো কে সে? কেন এখানে উপস্থিত সে? কি দায়িত্ব তার? ওই সূর্যরশ্মি কেন ভেদ করে দিচ্ছে তার দেহ?
আর সেই ছায়া তার সঙ্গী নেই. সেও বেইমানি করেছে অনেক আগেই. ঐযে ছায়া ঘুমিয়ে. পাশে কে যেন শুয়ে. সেও ঘুমিয়ে. গভীর ঘুম. দেখতে তার মতোই যেন. কিন্তু না.... থামলে চলবেনা..... খুঁজতেই হবে অস্তিত্ব... কিসের? জানিনা... সেও কি জানে?
#baban