Thread Rating:
  • 106 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) সমাপ্ত :---
(13-12-2021, 10:11 AM)Bumba_1 Wrote: পলাশ আর সূচির আড়ি হয়ে গেলো .. এটা খুব ভালো কথা (যদি না ভবিষ্যতে পলাশ ‌রিভেঞ্জ নেওয়ার জন্য নতুন কোনো ফন্দি আঁটে)।  অফিস থেকে ফেরার পথে সুচির মনের মধ্যে চলা দ্বন্দ্ব, দিদির কথায় influenced হয়ে পলাশের সঙ্গে দেখা করতে যাওয়া এবং হোটেলের উপরের ঘরে ওষ্ঠচুম্বনের মুহূর্তে সুচির মানসিক পরিবর্তন‌ .. দারুনভাবে ফুটিয়ে তুলেছো।
রইলো বাকি গোধূলি আর আকাশের সম্পর্ক .. আকাশের দিক থেকে যখন কোনো সাড়া নেই, উপরন্তু গোধূলির কোনো একটা দোষ যদি আকাশের মা-বাবার চোখে পড়ে যায় তাহলেই কেল্লাফতে .. 

তবে BBA/MBA পাশ করে নিজের বাবার কোম্পানিতে পিওনের চাকরি করাটা সস্তার ড্রামা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে আকাশকে আরেকটু উঁচু কোনো কর্মচারীর পদে নিযুক্ত করা হলে বোধহয় ব্যাপারটা বেশি যুক্তিযুক্ত হতো। নিচ থেকে উপরে ওঠা ভালো কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাও তো দেখতে হবে।
এত রাতে বেল টিপে কে এলো কে জানে !! সূচির মা-বাবা নাকি গোধূলি .. খেলা জমে উঠেছে।

ওটা আমারও সস্তার ড্রামা মনে হয়েছিল... কিন্তু বর্তমান সমাজ এর থেকেও খারাপ ... তাই ওটা দিয়েছি 
কে বেল বাজালো সেটা পরের আপডেটে বিস্তারিত বর্ণনা পাবেন  devil2

(13-12-2021, 10:28 AM)Baban Wrote: বেশ ভালো... কয়েকটা জায়গা দুর্দান্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আবার কয়েকটা সত্যিই নাটকীয়.... মানে ওই সিনেমা মার্কা....... যেন পেছনে sad song বাজছে. তবে মোটের ওপর বেশ ভালো.... কিন্তু কিছু ব্যাপার খুব দ্রুত দ্রুত ঘটে গেল.. এটা যদি শর্ট স্টোরি হতো তাহলে কোনো ব্যাপার নয় কিন্তু উপন্যাস এর আসল ব্যাপারই হলো মুহুর্তকে যথাযোগ্য ভাবে ফুটিয়ে তোলা. লেখকের লোভ লালসা ওই মুহুর্ত গুলো পরিস্থিতি গুলো সৃষ্টি করতেই... সেটা যদি হুড়মুড় করে লিখে দেওয়া হয় তবে কেমন কেমন লাগে....... দ্বিতীয় নায়িকার আবির্ভাব আর প্রপোজ আবার ভিলেনের শয়তানি খুব দ্রুত হয়ে গেলো.

ওই বোকাচো#*! ভিলেন পলাশ এতো ফিল্মি আর জিসম কা ভুখা কে জানতো? আরে খেলিয়ে তুলবে তা না.... প্রথমেই ওসব চাই... Big Grin (গল্পের খাতিরে বলছি, ভিলেন জোরদার না হলে জমে  Big Grin )

তবে ব্যাটার শেষ ওই হুমকি থেকে এবার বুঝছি... তোমার প্রোফাইলে এই গল্পকে রিভেঞ্জ সিরিজ এর মধ্যে কেন ফেলেছো.... এটা কজন লক্ষ করেছে জানিনা.

তাইতো.....বাবারে ভয় করছে...!!

রিভেঞ্জ সিরিজ  Tongue 

(13-12-2021, 10:56 AM)Sanjay Sen Wrote: গোধূলির আগমন • • পলাশের গমন • • সুচির মনোকষ্ট • • আকাশের সাহস সঞ্চার • •

অনেক কিছু ছিল এই পর্বে, তবে গোধূলির entry আরেকটু ধামাকেদার হলে ভালো লাগতো। অপ্রয়োজনীয় পারস্পরিক কথোপকথনে কাটছাঁট করে main protagonists দের body language বাড়াতে হবে। তাহলে গল্প দীর্ঘায়িত হবে না আবার পড়তেও খুব ভালো লাগবে।

আকাশ আর গোধূলির বিবাহের এই সিদ্ধান্তে বাকিদের অর্থাৎ আকাশ-সুচিত্রার শুভাকাঙ্খীদের আপত্তি তো আছেই, তবে কথাবার্তা শুনে যা মনে হলো এই বিয়ে নিয়ে সবথেকে বেশি আপত্তি এবং সংশয় আছে আকাশের বাবার মনে। 

keep going  horseride 

আপনাদের তিনজনের কমেন্টের রিপ্লাই একসাথে দিচ্ছি কারণ উত্তর একই....
এতো হুটোপুটি করে এতো কিছু ঘটিয়ে দেওয়ার পিছনের অনেক গুলো কারনের মধ্যে একটা কারণ বাবান দা আর বুম্বাদা জানেন। আরও অনেক অজুহাত দেওয়া যেত কিন্তু দেবো না... এই আপডেট টাই এডিট করে আরও ভালো করে এখনও লেখা যেত কিন্তু লিখবো না। 
একজনের কথায় ভেঙে পড়ে হুটোপুটি করে লিখে ফেলাটা কতো বড়ো ভুল সেটা মনে রাখতে হবে আজীবন । পরবর্তী আপডেট থেকে কোনও রকম হুটোপুটি করে লিখবো না। আর এই আপডেটটা এইরকমই থাকুক নিজের বেড়ে চলার পথে এক অসফলতা হিসাবে.. এটা সারাজীবন এক শিক্ষা হিসাবে থাকুক  Heart 

❤❤❤
[Image: 20220401-214720.png]
Like Reply


Messages In This Thread
RE: মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) চলছে :--- - by Bichitro - 13-12-2021, 11:29 AM



Users browsing this thread: 156 Guest(s)