13-12-2021, 10:11 AM
(This post was last modified: 13-12-2021, 10:14 AM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
পলাশ আর সূচির আড়ি হয়ে গেলো .. এটা খুব ভালো কথা (যদি না ভবিষ্যতে পলাশ রিভেঞ্জ নেওয়ার জন্য নতুন কোনো ফন্দি আঁটে)। অফিস থেকে ফেরার পথে সুচির মনের মধ্যে চলা দ্বন্দ্ব, দিদির কথায় influenced হয়ে পলাশের সঙ্গে দেখা করতে যাওয়া এবং হোটেলের উপরের ঘরে ওষ্ঠচুম্বনের মুহূর্তে সুচির মানসিক পরিবর্তন .. দারুনভাবে ফুটিয়ে তুলেছো।
রইলো বাকি গোধূলি আর আকাশের সম্পর্ক .. আকাশের দিক থেকে যখন কোনো সাড়া নেই, উপরন্তু গোধূলির কোনো একটা দোষ যদি আকাশের মা-বাবার চোখে পড়ে যায় তাহলেই কেল্লাফতে ..
তবে BBA/MBA পাশ করে নিজের বাবার কোম্পানিতে পিওনের চাকরি করাটা সস্তার ড্রামা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে আকাশকে আরেকটু উঁচু কোনো কর্মচারীর পদে নিযুক্ত করা হলে বোধহয় ব্যাপারটা বেশি যুক্তিযুক্ত হতো। নিচ থেকে উপরে ওঠা ভালো কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাও তো দেখতে হবে।
এত রাতে বেল টিপে কে এলো কে জানে !! সূচির মা-বাবা নাকি গোধূলি .. খেলা জমে উঠেছে।
রইলো বাকি গোধূলি আর আকাশের সম্পর্ক .. আকাশের দিক থেকে যখন কোনো সাড়া নেই, উপরন্তু গোধূলির কোনো একটা দোষ যদি আকাশের মা-বাবার চোখে পড়ে যায় তাহলেই কেল্লাফতে ..
তবে BBA/MBA পাশ করে নিজের বাবার কোম্পানিতে পিওনের চাকরি করাটা সস্তার ড্রামা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে আকাশকে আরেকটু উঁচু কোনো কর্মচারীর পদে নিযুক্ত করা হলে বোধহয় ব্যাপারটা বেশি যুক্তিযুক্ত হতো। নিচ থেকে উপরে ওঠা ভালো কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাও তো দেখতে হবে।
এত রাতে বেল টিপে কে এলো কে জানে !! সূচির মা-বাবা নাকি গোধূলি .. খেলা জমে উঠেছে।